লিভারপুলের কিংবদন্তী রবি ফাউলার ইস্টবেঙ্গলের কোচ হলেন

শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরি মোহন বাঙ্গুর ইঙ্গিত দিয়েছিলেন আগেই।

October 10, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যেঃ Dailypost.co.uk

২৭ সেপ্টেম্বর সাত সকালেই লাল-হলুদ সমর্থকদের সুখবর শোনান ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড- এর কর্ণধার নীতা আম্বানি। তিনি ঘোষণা করেন, ইন্ডিয়ান সুপার লিগের একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। মুখ্যমন্ত্রীর সৌজন্যে ইনভেস্টর জোগাড় হওয়ার ২৫ দিন পর ইস্টবেঙ্গলের আইএসএল খেলায় সরকারি সিলমোহর পড়ে যায়। আর ৯ অক্টোবর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারকে এ মরশুমে কোচ হিসেবে নিযুক্ত করল।

আইএসএলে অন্তর্ভুক্তির পর ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসেবে লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাউলারের নাম ঘোরাফেরা করছিল। শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরি মোহন বাঙ্গুর ইঙ্গিত দিয়েছিলেন আগেই। শুক্রবার তাতেই সরকারি সিলমোহর পড়ে গেল।

লিভারপুলের হয়ে টানা আট বছরে ২৩৬ ম্যাচে ১২০ কুড়ি গোল করেছেন ফাউলার। ইংল্যান্ডের হয়ে ২৬ টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন ৭টি।  দুটি ইউরো কাপ এবং ২০০২ সালের বিশ্বকাপ দলে ছিলেন ফাউলার।  ২০১১-১২ মরশুম থেকে কোচিং কেরিয়ার শুরু করেন তিনি।  প্রথমে থাইল্যান্ডের মুয়াংথং ইউনাইটেডের হয়ে। গতবছর অস্ট্রেলিয়ার এ লিগের দল  ব্রিসবেন রোর এফসিতে কোচিং করিয়েছেন ৪৫ বছরের ফাউলার।

ছবি: সংগৃহীত

একনজরে দেখে নেওয়া যাক ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ–
হেড কোচ- রবি ফাউলার
অ্যাসিস্ট্যান্ট কোচ- অ্যান্থনি গ্র্যান্ট
সেট পিস কোচ- টেরেন্স ম্যাকফিলিপস
গোলকিপিং কোচ- রবার্ট মিমস
স্পোর্টস সাইন্টিস্ট-জ্যাক ইনম্যান
ফিজিয়োথেরাপিস্ট- মাইকেল হার্ডিং
অ্যানালিস্ট- জোসেফ ওয়ালমসলি
ভারতীয় সহকারি কোচ- রেনেডি সিং

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen