পরিযায়ী শ্রমিকের মরদেহ কেরল থেকে পৌঁছল নন্দীগ্রামে, পাশে তৃণমূল নেতৃত্ব

October 24, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.৪০: ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পাশে সদা-সর্বদা তৃণমূল নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় কেরলে নির্মাণস্থলে দুর্ঘটনায় প্রাণ হারানো নন্দীগ্রামের (Nandigram) পরিযায়ী শ্রমিক ভীমচরণ বারিকের মরদেহ পৌঁছল তাঁর গ্রামের বাড়িতে। দমদম বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে নন্দীগ্রামে পৌঁছান তৃণমূল (TMC) নেতা দেবাংশু ভট্টাচার্য-সহ (Debangshu Bhattacharyya) অন্যান্য নেতৃত্ব। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়, যাতে শ্রমিকের শেষযাত্রা মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়।

ভীমচরণ বারিক (Bhimcharan Barik) দীর্ঘদিন ধরে কেরলে (Kerala) নির্মাণ শ্রমিকের কাজ করতেন। পরিবারে একমাত্র রোজগেরে ব্যক্তি ছিলেন তিনি। গত রবিবার একটি নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে গুরুতর আহত হন। তিনদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মরদেহ পৌঁছনোর সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। তৃণমূল নেতৃত্ব তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। তবে এই ঘটনায় স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, এমন কঠিন সময়ে কোনও সহানুভূতি বা শোকপ্রকাশও করেননি তিনি।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাজ্যের ভিতরে বা বাইরে- বাংলার মানুষের পাশে থাকার দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ। পরিযায়ী শ্রমিকদের (migrant labour) সুরক্ষা ও মর্যাদা রক্ষায় দল সবসময় সক্রিয় থাকবে বলেও জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen