বিজেপি শাসিত ত্রিপুরায় কালো দিন! দায়িত্ব পালন করতে গিয়ে ক্লাব সদস্যদের হাতে মার খেলেন ওসি

October 25, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: ত্রিপুরার বিলোনিয়ায় ফের প্রশাসনের মান মর্যাদায় কালিমা লাগলো। কালিপুজোর বিসর্জনের দিন শহরের ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে শোভাযাত্রা চলাকালীন ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, শোভাযাত্রায় সাউন্ড বক্সের উচ্চ শব্দে বিরক্ত হয়ে পুলিশ শব্দ কমানোর নির্দেশ দেয়। কিন্তু ক্লাব কর্তারা তা মানতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত নিজে গিয়ে বক্স বন্ধ করেন ওসি। আর তাতেই শুরু হয় অশান্তি।

অভিযোগ, ওসি-কে গাড়ি থেকে টেনে নামিয়ে ক্লাবের কয়েকজন সদস্য বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর এই নির্মম হামলা নজিরবিহীন। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু সেখানে উপস্থিত পুলিশকর্মীদের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন ক্লাবের কিছু সদস্য।

পরে পুলিশ ওই ক্লাবের সাউন্ড বক্স ও গাড়ি বাজেয়াপ্ত করে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। যদিও উদ্যোক্তাদের দাবি, ওসিই প্রথমে তাঁদের শোভাযাত্রায় থাকা সঙ্গীতশিল্পীকে নিগ্রহ করেন, তারই প্রতিক্রিয়ায় এই পরিস্থিতি তৈরি হয়।

রাজ্যের বিরোধী দলগুলির দাবি, বিজেপি শাসিত ত্রিপুরায় প্রশাসনের উপর হামলা বেড়ে যাওয়া রাজ্যের আইনের শাসনের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ। একদিকে পুলিশ কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে তাঁদের উপর হামলা হচ্ছে—এ যেন গণতন্ত্রের লজ্জা।

ঘটনার তদন্ত শুরু করেছে বিলোনিয়া থানার পুলিশ। এখন দেখার, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় কি না প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen