বলিউডে ফের নক্ষত্রপতন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সতীশ শাহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: বলিউডে (Bollywood) ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। শনিবার দুপুর আড়াইটে নাগাদ মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, কিছুদিন আগে অস্ত্রোপচারও হয়েছিল। তবে শেষ পর্যন্ত কিডনি বিকল হয়ে মৃত্যু হয় এই বর্ষীয়ান অভিনেতার।
সতীশ শাহের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু, অভিনেতা জনি লিভার। শোকস্তব্ধ জনি জানান, চার দশকের বন্ধুত্বের অবসান হল আজ। পরিচালক অশোক পণ্ডিতও টুইট করে জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের দীর্ঘ দিনের বন্ধু সতীশ প্রয়াত হয়েছেন। কিডনি বিকল হয়ে ঘণ্টাখানেক আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত বেদনার খবর।”
বলিউডে সতীশ শাহের অবদান অনস্বীকার্য। ‘জানে ভি দো ইয়ারো’ ছবির মাধ্যমে তিনি প্রথম পরিচিতি পান। এরপর ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘ম্যায় হুঁ না’- একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। তাঁর অভিনীত চরিত্রগুলির মধ্যে ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর রসিকতা আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে।
সূরজ বরজাতিয়া, ফারহা খান, রাকেশ রোশন সহ বলিউডের বহু তাবড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা এবং স্বতঃস্ফূর্ততা তাঁকে দর্শকদের প্রিয় করে তুলেছিল।
বর্তমানে তাঁর মরদেহ রাখা হয়েছে হাসপাতালে। রবিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।