Aparna Sen’s Birthday: ৮০-তে ‘মিস ক্যালকাটা’, আজও প্রাণবন্ত ও দীপ্ত

October 25, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: আজ ফুরফুরে এক রোদের জন্মদিন। ‘১৯৭৬ সালের মিস কলকাতা’ অপর্ণা সেন – অভিনেত্রী, পরিচালক, সম্পাদক, সমাজ সচেতন নাগরিক- বহু পরিচয়ে যিনি বাংলা ও ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল মুখ। শনিবার ৮০ বছর পূর্ণ হচ্ছে অভিনেতা, লেখক, পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen 80th Birthday)। কিন্তু তাঁর প্রাণচঞ্চলতা, সৃজনশীলতা এবং শিল্পীসত্তা যেন আজও ‘Sweet Sixteen’-এর মতোই তরতাজা। আজ তাঁর সন্ধেয় জন্মদিনের অনুষ্ঠান। আয়োজনে রয়েছেন মেয়ে কঙ্কনা সেন শর্মা।

TwitterFacebookWhatsAppEmailShare
Decorative Ring
Maa Ashchen