Super Cup: শুরুতেই ধাক্কা, বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র ইস্টবেঙ্গলের

October 25, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

ইস্টবেঙ্গল ২: (মিগেল ফেরেইরা, ৫৭ মিনিট, নাওরেম মহেশ, ৪৬ মিনিট)
ডেম্পো এসসি ২: (লক্ষ্মণরাও রানে, ৮৯ মিনিট, মোহাম্মদ আলি, ২৮ মিনিট)

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: মরশুমের প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে সুপার কাপে অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু শুরুতেই হোঁচট খেল অস্কার ব্রুজোর দল। সাড়ে দশ বছর পর ফের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও ডেম্পো। সেই ম্যাচেই বিদেশি খেলোয়াড় ছাড়া নামা ডেম্পোর (Dempo SC) বিরুদ্ধে ২-২ গোলে আটকে গেল লাল-হলুদ ব্রিগেড।

এক সময়ের পাঁচবারের ভারতসেরা ক্লাব ডেম্পো, নয় বছর আগে মূলধারার ফুটবল থেকে সরে গিয়েছিল। তবে কয়েক বছর ধরে তারা ফেরার লড়াই চালিয়ে যাচ্ছে। ধাপে ধাপে উঠে এসেছে আই লিগে। সুপার কাপে (Super Cup) তারা নামায় সম্পূর্ণ দেশীয় দল। ক্লাবের অ্যাকাডেমি থেকে উঠে আসা ফুটবলারদের পারফরম্যান্সে চমকে গিয়েছে ফুটবল মহল।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয় মিনিটেই জাপানি তারকা হিরোশির শট ক্রসবারে লেগে ফিরে আসে। ষষ্ঠ মিনিটে ডেম্পোর গোলরক্ষক আশিস সিবি দুর্দান্ত সেভ করে বিপদ এড়ান। এরপর বেশ কিছুক্ষণ ইস্টবেঙ্গলই দাপট দেখায়। কিন্তু ২৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধে গিয়ে ডেম্পোর মহম্মদ আলি গোল করে দলকে এগিয়ে দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen