Indore Horror: ‘দেশের মুখে কালি’, অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির ঘটনায় BJP-কে আক্রমণ তৃণমূলের

October 25, 2025 | < 1 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৩: আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতার আবহে ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটে গেল লজ্জাজনক ঘটনা। আইসিসি মহিলা বিশ্বকাপ (ICC Women’s World Cup) চলাকালীন দুই অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেটার (Australian Women Cricketers) শ্লীলতাহানির (Molested) শিকার হয়েছেন বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে বাইকচালক এক যুবক তাঁদের পিছু নিয়ে একজনকে ‘অনুপযুক্তভাবে’ স্পর্শ করার চেষ্টা করে। অভিযুক্ত আকিল খানকে পরে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী সন্দেহভাজন যুবকের বাইক নম্বর নোট করে রাখায় তদন্তে সুবিধা হয়। অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। দুই ক্রিকেটার দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সকে ঘটনার কথা জানান। এরপর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিমানী মিশ্র (Himani Mishra) তাঁদের বক্তব্য রেকর্ড করেন এবং এমআইজি থানায় এফআইআর (FIR) দায়ের হয়।

ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (Australian Cricket Board) তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বিসিসিআই (BCCI) ও আইসিসি (ICC) উভয়েই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।

এই ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। শিব সেনা (UBT) নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেন, আমরা একদিকে অর্থনৈতিক উন্নয়নের কথা বলি, অথচ অন্যদিকে এমন ঘটনায় দেশের সম্মান ক্ষুণ্ণ হয়।

এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে বলেন, “বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারে নারী নির্যাতন সীমাহীন পর্যায়ে পৌঁছেছে। ইন্দোরের ঘটনা সারা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি আজ দেশের মুখে কালি লাগিয়ে দিল”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen