Jagaddhatri Puja 2025: আজ পঞ্চমী, সেজে উঠেছে চন্দননগর, প্রস্তুত প্রশাসনও

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
জগদ্ধাত্রী পুজো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪০: ফি বছর জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আজ, রবিবার পঞ্চমী। আজ থেকেই ঢল নামতে চলেছে ফরাসডাঙায়। পুলিশ-প্রশাসন তেমনভাবেই প্রস্তুতি নিচ্ছে। আরও জোরদার বন্দোবস্ত করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভিতে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। আজ, রবিবার পঞ্চমীর দিন দুপুর দু’টোর পর থেকে শহরের রাস্তায় কোনও চারচাকা গাড়ি চলবে না। বাইরে থেকে কোনও গাড়িকে প্রবেশ করতে দেওয়া হবে না। পুজোর দিনগুলিতে দুপুর দু’টো থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত নো এন্ট্রি কার্যকর থাকবে। শহরে ঢোকার মোট ৪৪টি জায়গায় এই নো এন্ট্রি থাকবে।

 

দুর্গাপুজো, কালীপুজোর পর জ্বলে ওঠে চন্দননগরের আলো। জগদ্ধাত্রী পুজোয় প্রতিমা, মণ্ডপসজ্জা, আলোকসজ্জায় নজর কাড়ে চন্দননগর। পুজোর দিনগুলিতে পুলিশের কড়া নজরদারি থাকে। এবার আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা। চন্দননগর পুলিশের তরফ থেকে শনিবার এই বিষয়ে সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। পুজোর রুটম্যাপও প্রকাশিত হয়েছে।

গোটা রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ পুজোর দিনগুলিতে চন্দননগরে ভিড় জমান। রেল, সড়ক এবং নদীপথে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করেন। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ছাড়াও নিরাপত্তার জন্য আশপাশের জেলা থেকে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন থাকছে। ৩০০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা। রাস্তায় সাদা পোশাকে পুলিশ থাকবে। মহিলা পুলিশ কর্মীরাও থাকছেন। উইনার্স টিম, পিঙ্ক মোবাইল টিমের মহিলা পুলিশ কর্মীরা শহরের বিভিন্ন জায়গায় টহল দেবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen