রক্ত দেওয়ার পর AIDS আক্রান্ত ঝাড়খণ্ডের পাঁচ শিশু, চাঞ্চল্য রাজ্যে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: ঝাড়খণ্ডের (Jharkhand) পশ্চিম সিংভুম জেলায় চাইবাসার সরকারি হাসপাতালে রক্তের মাধ্যমে সংক্রমণ ঘটার কারণে অন্তত পাঁচটি শিশু, যার মধ্যে সাত বছর বয়সী এক থ্যালাসেমিয়া রোগীও রয়েছে, এই মুহূর্তে এইচআইভি-সংক্রমিত (HIV-positive) হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই রাঁচি থেকে একটি উচ্চপর্যার মেডিক্যাল তদন্ত দলকে ঘটনা খতিয়ে দেখতে পাঠানো হয়েছে।
ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে শুক্রবার, যখন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার অভিযোগ করে যে তার রক্তে সংক্রমিত এইচআইভি মিশ্রিত রক্ত দেওয়া হয়েছিল চাইবাসা সদর হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। অভিযোগ পাওয়ার পর ঝাড়খণ্ড সরকার একটি পাঁচ সদস্যের মেডিক্যাল দল পাঠায়।
প্রাথমিক তদন্তের তথ্য পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে। শনিবার হাসপাতাল পরিদর্শনের সময় আরও চারজন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর এইচআইভি ধরা পড়ে, যার ফলে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। প্রত্যেক শিশুই নিয়মিত রক্ত নেওয়ার জন্য ওই হাসপাতালে আসতেন।
আপাতত হাসপাতালের ব্লাড ব্যাঙ্ককে (Blood Bank) আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী কয়েকদিনের জন্য এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ ও জরুরি রোগীদের জন্য রক্ত সরবরাহ করবে।