মোঘল ইতিহাস মুছে ফেলার কাজ অব্যাহত! বদলে গেল ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪৭: মোদীর ভারতে নাম বদলের রাজনীতি অব্যাহত। মোঘল, মুসলমানদের ছোঁয়া আছে এমন কোনও নাম মোদীর ভারতে নৈব নৈব চ! একদিকে বই থেকে মুছে ফেলা হচ্ছে পাশাপাশি দেশের মানচিত্র থেকেও মুছে ফেলার প্রক্রিয়া জারি। এবার বদলাচ্ছে ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম! দক্ষিণ-মধ্য রেলের তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে ঔরঙ্গাবাদ (Aurangzeb) রেলস্টেশনের নাম ছত্রপতি শম্ভোজিনগর রেলওয়ে স্টেশন (Chhatrapati Sambhajinagar railway station) হবে। নতুন নামের ক্ষেত্রে কোড হবে সিপিএসএন (CPSN)। এটি দক্ষিণ মধ্যে রেলওয়ের নানদেদ ডিভিশনের (Nanded division) অন্তর্গত।

মহারাষ্ট্র থেকে ঔরঙ্গজেবের নামাঙ্কিত যাবতীয় চিহ্ন মুছে ফেলার নয়া পদক্ষেপ হিসাবে এবার ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম সরকারিভাবে ছত্রপতি শম্ভোজিনগর রেলওয়ে স্টেশন রাখা হল। এর আগে NDA সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের (Eknath Shinde) আমলে ঔরঙ্গাবাদ শহরের নামও বদলে ছত্রপতি শম্ভোজিনগর (Chhatrapati Sambhajinagar) রাখা হয়েছিল। এবার রেলস্টেশনের নাম বদল হল।

ঔরঙ্গাবাদ মোঘল আমলের বহু স্মৃতি বহন করে। পর্যটন কেন্দ্র হিসাবে ঔরঙ্গাবাদের গুরুত্ব যথেষ্ট। হঠাৎ করে নামবদল একটা প্রাথমিক বিভ্রান্তি তৈরি করবে। রেলযাত্রীদের এই নাম বদলে সমস্যার মুখে পড়তে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen