মোঘল ইতিহাস মুছে ফেলার কাজ অব্যাহত! বদলে গেল ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম
October 26, 2025
|
< 1 min read
Published by: Ritam

মহারাষ্ট্র থেকে ঔরঙ্গজেবের নামাঙ্কিত যাবতীয় চিহ্ন মুছে ফেলার নয়া পদক্ষেপ হিসাবে এবার ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম সরকারিভাবে ছত্রপতি শম্ভোজিনগর রেলওয়ে স্টেশন রাখা হল। এর আগে NDA সরকারের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের (Eknath Shinde) আমলে ঔরঙ্গাবাদ শহরের নামও বদলে ছত্রপতি শম্ভোজিনগর (Chhatrapati Sambhajinagar) রাখা হয়েছিল। এবার রেলস্টেশনের নাম বদল হল।
ঔরঙ্গাবাদ মোঘল আমলের বহু স্মৃতি বহন করে। পর্যটন কেন্দ্র হিসাবে ঔরঙ্গাবাদের গুরুত্ব যথেষ্ট। হঠাৎ করে নামবদল একটা প্রাথমিক বিভ্রান্তি তৈরি করবে। রেলযাত্রীদের এই নাম বদলে সমস্যার মুখে পড়তে হবে।