Ranji Trophy 2025-26: আগুনে বোলিং শামি, শাহবাজদের! গুজরাতকে চাপে ফেলে চালকের আসনে বাংলা

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: দারুণ ছন্দে বাংলা, চাপে গুজরাত। দ্বিতীয় দিনের শেষে খেলার যা অবস্থা, তাতে প্রথম ইনিংসে লিড নিতে পারে বাংলা। প্রথম ইনিংসে বাংলার ২৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে রবিবার দিনের শেষে গুজরাতের স্কোর ১০৭/৭। গুজরাতের বিরুদ্ধে রবিবার চার উইকেট নিলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। জোড়া উইকেট পেয়েছেন শামি (Mohammed Shami)।

২৪৪/৭ নিয়ে রবিবার মাঠে নেমেছিল বাংলা। সুমন্ত গুপ্ত ৬৩ রান করে ফিরে যান। আকাশদীপ ২৯ রান করে ফেরেন। ২৭৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস। বাংলার বোলাররা এদিন প্রথম থেকেই গুজরাতের ব্যাটিং লাইন আপে ধস নামান। অভিষেক দেসাইকে শূন্য ফিরিয়ে প্রথম ধাক্কা দেন শামি। আর্য দেসাইকে সাজ ঘরের রাস্তা দেখান আকাশদীপ। উমং, জয়মীত প্যাটেল, উর্বিল প্যাটেল এবং বিশাল জয়সওয়ালকে প্যাভেলিয়নে পাঠান শাহবাজ।

১৬৩ বল খেলে ৪১ রানে অপরাজিত আছেন মনন হিংরাজিয়া, তাঁর সঙ্গে ক্রিজে আছেন চিন্তন গাজা। এখনও ১৭২ রানে পিছিয়ে গুজরাত। সোমবার দিনের শুরু বাকি তিনটি উইকেট ফেলে দিতে পারলে বাংলার সামনে জয়ের সম্ভাবনা আরও জোরালো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen