Junior Asian Badminton Championship: সোনা জয় ভারতের শাইনা মনিমুথু এবং দীক্ষা সুধাকরের

October 26, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১০: এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুরন্ত ছন্দে ভারতের শাটলাররা। রবিবার অনূর্ধ্ব ১৫ বিভাগে শাইনা মনিমুথু এবং অনূর্ধ্ব ১৭ বিভাগে দীক্ষা সুধাকর সোনা জিতলেন। উল্লেখ, জুনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৭ বিভাগে দীক্ষার আগে আর কোনও ভারতীয় শাটলার সোনা জিততে পারেনি।

অনূর্ধ্ব ১৫ মেয়েদের ফাইনালে জাপানের চিহারু তোমিতাকে ২১-১৪, ২২-২০ গেমে হারান শাইনা।চতুর্থ ভারতীয় হিসাবে মহিলাদের অনূর্ধ্ব ১৫ বিভাগে খেতাব জিতেছেন তিনি। দীক্ষা সুধাকর অনূর্ধ্ব ১৭ মেয়েদের সিঙ্গলসে লক্ষ্যা রাজেশকে ২১-১৬, ২১-৯ গেমে হারিয়ে সোনা জেতেন। অন্যদিকে, শনিবার এই টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে জগশের সিং খাঙ্গুরা এবং মিক্সড ডাবলসে জংজিৎ সিং কাজলা এবং জান্নিকা রমেশ সেমিফাইনালে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen