সোমে শুরু যান চলাচল, ফের সেতুতে জুড়ছে শিলিগুড়ি-মিরিক! মাত্র ১৬ দিনে অসাধ্যসাধন মমতার সরকারের

October 26, 2025 | 2 min read
Published by: Ritam
দুধিয়া, মিরিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫০: মমতা বন্দ্যোপাধ্যায় কথা রাখলেন। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে ফের যান চলাচল শুরু হবে শিলিগুড়ি-মিরিকের মধ্যে। মিরিকের দুধিয়ায় বালাসন নদীর উপর তৈরি হয়ে গেল অস্থায়ী সেতু (Hume Pipe Bridge)। আজ সমাজ মাধ্যমের পাতা নবনির্মিত অস্থায়ী সেতুর ছবি পোস্ট করে মমতা জানান, আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতোই দ্রুতগতিতে সম্পন্ন হল নির্মাণকাজ। সমাজ মাধ্যমে মমতা জানান, ‘‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে দুধিয়ায় মিরিক ও শিলিগুড়ির মধ্যে সংযোগকারী বিকল্প সেতুর নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে এই সেতুতে স্বাভাবিক যান চলাচল শুরু হবে। ৪৬৮ মিটার দীর্ঘ এই সেতুটি, যার ৮ মিটার প্রস্থের ৭২ মিটার হিউম পাইপ কজওয়ে রয়েছে, ১২০০ মিমি ব্যাসের ১৩২টি হিউম পাইপ ব্যবহার করে নির্মিত হয়েছে সেতুটি। ১০.১০.২০২৫ তারিখে শুরু হওয়া এই নির্মাণ কাজটি প্রতিকূল পরিস্থিতিতে দিনরাত নাগাড়ে কাজ করে ১৬ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে। ১৯৬৫ সালে নির্মিত পুরাতন সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। রাজ্য সরকার ইতিমধ্যেই ৫৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছে, যার নির্মাণ কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে।’’ রেকর্ড সময়ে মাত্র ষোলো দিনে এই নির্মাণ কাজ সম্পূর্ণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পূর্ত দপ্তরকে ধন্যবাদ জানিয়েছেন।

চলতি মাসের শুরুতে প্রবল বৃষ্টি ও হড়পা বানের জেরে ভেঙে পড়েছিল দুধিয়া সেতু (Dudhia Bridge)। শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ঘোষণা করেন, দ্রুত অস্থায়ী সেতু নির্মাণ করা হবে। তাঁর নির্দেশে গত ১০ অক্টোবর থেকে শুরু হয় নির্মাণকাজ। আগামীকাল তা খুলে দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen