আজই কি SIR-র ঘোষণা? কোন কোন নথির প্রয়োজন হতে পারে জেনে নিন

October 27, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:০০: বিহারে প্রথম SIR করে কমিশন। আগেই নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছিল, সারা দেশে বিশেষ নিবিড় সংশোধনের কাজ চলবে। প্রস্তুতিও চলছিল। আজ, বাংলা-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-র দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আজ, সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। আগামী বছর বিধানসভা ভোট রয়েছে এমন রাজ্যগুলিতে সংশোধনের কাজ শুরু করতে চলেছে কমিশন। বাংলা-সহ ১০ থেকে ১৫টি রাজ্যে শুরু হতে পারে SIR-র কাজ।

শোনা যাচ্ছে, আগামী ১ নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি যাবেন। দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফ্টকপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের (ERO) পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি ছাপতে যাবে। বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে, এমন সব ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ সহ ৯০ শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে। এক জন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। বাংলায় ভোটার সংখ্যা বর্তমানে প্রায় ৭.৬৫ কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন BLO-রা। ফর্ম পূরণ করে উপযুক্ত নথি সহ তা জমা দিতে হবে। একটি ফর্ম ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।

বিহারে ১১টি নথি চেয়েছিল কমিশন। সেগুলি হল, ১) কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বা, পেনশন পান এমন পরিচয়পত্র। ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি। ৩) জন্ম শংসাপত্র। ৪) পাসপোর্ট। ৫) মাধ্যমিক বা তার অধিক কোনও শিক্ষাগত শংসাপত্র। ৬) রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। ৭) ফরেস্ট রাইট সার্টিফিকেট। ৮) জাতিগত শংসাপত্র। ৯) কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। ১০) স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার। ১১) জমি বা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে। মনে করা হচ্ছে, বাংলার ক্ষেত্রেও এই নথিগুলিই দিতে বলা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen