“হাসতে হাসতে খুন করে দেবো”, কেন এমন পোস্ট করলেন শুভশ্রী? শুরু জল্পনা

October 27, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:০৩:  জানালার ধারে বসে হাতে রক্তমাখা ছোরা, মুখে রহস্যময় হাসি, “হাসতে হাসতে খুন করে দেবো” ক্যাপশনে ছবি পোস্ট করলেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মাসখানেক আগেই পরিচালক কৌশিক গাঙ্গুলীর সঙ্গে এক অদ্ভুত ছবি পোস্ট করে কৌতূহল বাড়িয়েছিলেন। মুহূর্তের মধ্যেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু- এবার নতুন কোনও চরিত্রে প্রস্তুতি নিচ্ছেন কি শুভশ্রী? কৌশিক গঙ্গোপাধ্যায় ও শুভশ্রীর যুগলবন্দী ফের বড়পর্দায় ফিরছে কি?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রহস্যের পর্দা উঠল। প্রকাশ্যে এল কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘ওয়েটিং রুম’-এর শুভশ্রীর ফার্স্ট লুক।

প্রথম দর্শনেই অবাক দর্শক। একেবারে অন্যরকম রূপে ধরা দিয়েছেন শুভশ্রী। রক্তমাখা মুখ, ভেজা চোখ, হাতে ছোরা, চেহারায় প্রতিশোধের আগুন। এক ঝলক দেখেই বোঝা যাচ্ছে, চরিত্রের গভীরে গিয়ে একদম নতুনভাবে নিজেকে মেলে ধরতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, ‘ওয়েটিং রুম’কে অনেকে প্রথমে থ্রিলার ভাবলেও, ছবির ভিতরে নাকি লুকিয়ে এক সামাজিক টানাপোড়েনের গল্প। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় যেমন তাঁর প্রতিটি ছবিতে নতুন দৃষ্টিকোণ নিয়ে আসেন, তেমনই এবারও দর্শক প্রস্তুত এক অপ্রত্যাশিত অভিজ্ঞতার জন্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen