ধেয়ে আসছে ‘মান্থা’, বঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, ভাসতে পারে কোন কোন জেলা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১৫: মাত্র কয়েকদিনের বিশ্রাম, তারপর ফের বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘মান্থা’-র (Cyclone Montha) প্রভাবে রাজ্যের একাধিক জেলায় চলতি সপ্তাহে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শীতের প্রাক্কালে সক্রিয় নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানা গেছে। এই ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগে আছড়ে পড়তে পারে, যার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ‘মান্থা’-র প্রভাবে দক্ষিণবঙ্গের নিম্নভূমি অঞ্চলে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে চাষিদের সতর্ক করে বলা হয়েছে, পাকা ফসল দ্রুত ঘরে তুলে নেওয়ার জন্য। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া (Weather) ছিল রোদ ঝলমলে, তবে দুপুরের পর থেকেই মেঘ জমে আকাশ ভারী হতে শুরু করে। রাতের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে, আর বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শীতের আবহে পরিবর্তন আসতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে কলকাতার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হবে। রোদ থাকলেও আর্দ্রতা বাড়বে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি।
উত্তরবঙ্গের (North Bengal) পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ( IMD)। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শনিবারও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Rain) হতে পারে।
এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর (Meteorological Centre in Alipore)। বিশেষ করে নদী ও জলাশয়ের সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।