কসবায় সম্পত্তি দখল নিয়ে মারধরের অভিযোগ, গ্রেপ্তার BJP নেতা রাকেশ সিং

October 27, 2025 | < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৫৬: সম্পত্তি দখল ও মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি (BJP) নেতা রাকেশ সিং (Rakesh Singh)। সোমবার সন্ধ্যায় কসবা থানার পুলিশ তাঁকে ও তাঁর ছেলে শিবম সিংকে গ্রেপ্তার করে। অভিযোগ, কসবার (Kasba) একটি ফ্ল্যাট জোর করে দখল করার চেষ্টা করেন রাকেশ ও শিবম। শুধু তাই নয়, ফ্ল্যাটের মালিককে মারধরও করা হয় বলে অভিযোগ উঠেছে।

পুলিশ (Police) সূত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাকেশ সিং ও তাঁর পুত্রকে গ্রেপ্তার করা হয়।

এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রাকেশ সিং। প্রদেশ কংগ্রেস দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাতেও তাঁর নাম উঠে আসে। অভিযোগ ছিল, রাহুল গান্ধী-সহ কংগ্রেস (Congress) নেতাদের ছবি ও দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল রাকেশের নেতৃত্বে। সেই ঘটনার তদন্তে লালবাজার (Lal Bazar) নামলেও, প্রথমে তাঁকে গ্রেপ্তার (Arrest) করা সম্ভব হয়নি। পরে তাঁর ছেলে শিবমকে প্রথমে এবং রাকেশ সিংকে পরে গ্রেপ্তার করে পুলিশ।

বর্তমানে জামিনে থাকলেও, নতুন করে সম্পত্তি দখলের ঘটনায় ফের পুলিশের জালে বিজেপি (BJP) নেতা রাকেশ সিং ও তাঁর পুত্র শিবম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen