আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের তীব্রতা ৬.১

October 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,০৯:৫০: আবারও শক্তিশালী ভূমিকম্পের জেরে কেঁপে উঠল তুরস্ক (Turkey)। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। স্থানীয় সময় সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ পশ্চিম তুরস্ক ভূমিকম্প অনুভূত হয়। তীব্র কম্পনের জেরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্থ হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর। ভূপৃষ্ট থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার নিচে ছিল কম্পনের কেন্দ্রস্থল। যার জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ অঞ্চল। ইস্তানবুল এবং সংলগ্ন বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশে একাধিক আফটার শক অনুভূত হয়। জানা গিয়েছে, কম্পনের কারণে সিন্দিরগিতে তিনটি খালি ভবন ও একটি দোতলা বাড়ি ধসে পড়েছে। দুইজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড় ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভূগর্ভের টেকটোনিক প্লেটের ফল্টলাইনের উপর অবস্থানের কারণে প্রায়ই ভূমিকম্প হয় তুরস্কে। ২০২৩ সালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্কের দক্ষিণ ও দক্ষিণপূর্বাঞ্চল। সাম্প্রতিক ইতিহাসে সেটিই ছিল ভয়াবহ ভূমিকম্প। প্রায় ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। হাজার হাজার বাড়ি ভেঙে পড়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen