Jagaddhatri Puja 2025: ষষ্ঠীর রাতে জনসমুদ্র চন্দননগর, ভদ্রেশ্বরে

October 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১০:২০: ষষ্ঠীর রাতে জনসমুদ্রে পরিণত হল চন্দননগর, ভদ্রেশ্বর। সোমবার ছুটির দিন হওয়ায় ষষ্ঠীতেই ভিড় উপচে পড়ল। বিকেল গড়াতেই চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের রাস্তায় তিল ধারণের জায়গা ছিল না। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর স্টেশনে থিক থিক করছিল ভিড়। গোটা বাংলা থেকে উৎসাহী জনতার ঢল নেমেছিল চন্দননগরে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের দাপট বেড়েছে পাল্লা দিয়ে।

রবিবার পঞ্চমী থেকেই মানুষ পথে নেমেছিলেন। সোমবারে মণ্ডপ দর্শনে নেমে পড়ে মানুষ। কাতারে কাতারে মানুষ হাওড়া, কল্যাণী থেকে এসেছিলেন। পুজো উদ্যোক্তারা বলছেন, ষষ্ঠীর সন্ধ্যায় এমন জনসমুদ্র বহু বছর দেখেননি। বিপুল ভিড়ের দাপটে খুশি পুজো উদ্যোক্তারা। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক জানান, চন্দননগরের পুজোর জনপ্রিয়তা বিপুল। দুর্যোগের পূর্বাভাস এবং দু’দিনের সরকারি ছুটি থাকায় ষষ্ঠীতে মানুষ ভিড় জমান। ভিড়ের প্রত্যাশিতই ছিল। তাঁদের দাবি, প্রত্যাশার থেকে বেশি ভিড় হয়েছে।

থিম পুজোর নয় সাবেক পুজো মণ্ডপেও ভিড় জমছে এবার। তেঁতুলতলা থেকে চাউলপট্টির আদি মায়ের মণ্ডপ, হেলাপুকুরের হীরকসজ্জায় সাজা জগদ্ধাত্রী থেকে উত্তরাঞ্চলের রাজস্থানের রাজমহল দেখতে জনস্রোত আছড়ে পড়েছিল ফরাসডাঙায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen