অমিত শাহ “অ্যানাকোন্ডা”র মতো গিলে খাচ্ছেন মুম্বইকে, বিস্ফোরক অভিযোগ উদ্ধবের

October 28, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৪৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করলেন শিবসেনা (UT Shiv Sena) প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। উদ্ধবের অভিযোগ, অ্যানাকোন্ডা সাপের মতো মুম্বইকে গিলতে বসেছেন শাহ। উদ্ধবের এহেন মন্তব্যে তুঙ্গে বিতর্ক।

সোমবার শিবসেনা মুখপত্র সামনায় প্রকাশিত দুটি প্রতিবেদন তুলে ধরেন উদ্ধব। একটি প্রতিবেদনে উঠে আসে, কীভাবে দ্রুত গতিতে জমি দখল করে বিজেপি নতুন অফিস তৈরি করছে। দ্বিতীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়, মুম্বইয়ের জিজামাতা পার্কে নতুন আনা অ্যানাকোন্ডা। এরপরই শাহকে অ্যানাকোন্ডা সাপের সঙ্গে তুলনা করেন উদ্ধব। তিনি বলেন, “যেভাবে অ্যানাকোন্ডা তার রাস্তায় আসা সমস্ত কিছু গিলে ফেলে, সেভাবেই মুম্বইকে গিলে ফেলতে চাইছে ওরা।” বিজেপি নেতাদের আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে তুলনা করেন তিনি বলেন, “আসল আবদালি আবার ফিরে এসেছে। এবার দিল্লি এবং গুজরাট থেকে। যদি তাঁরা আমাদের শহর দখলের চেষ্টা করে, তবে তাঁদের কবর তৈরি হবে আমাদের মাটিতেই।”

আবারও ভোটচুরির অভিযোগে সরব হন উদ্ধব। তিনি বলেন, গণতন্ত্রে ভোটাররা সরকার নির্বাচন করেন, কিন্তু আজ সরকার ভোটারদের নির্বাচন করছে। শিবসেনা নেতার অভিযোগ, “ভুয়ো ভোটারদের অপব্যবহারের জন্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত। লোকসভা নির্বাচন জয়ের পর কেন্দ্রে সরকার গঠন করে আমরা নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা দায়ের করবে এবং তাদের কাঠগড়ায় তুলব।” মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, “আত্মনির্ভর ভারতের ডাক দিয়ে এখনও স্বনির্ভর হতে পারেনি বিজেপি। তারা দল ভাঙায় এবং ভোট চুরি করে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen