এবার শার্লকের স্রষ্টাকে নিয়ে বিশ্বের দরবারে পাড়ি সৃজিত মুখোপাধ্যায়ের

স্যর আর্থার কোনান ডয়েল একাধারে লেখক, অন্যদিকে চিকিৎসক। ছবির গল্পে তাঁর জীবন উঠে আসবে। গল্পেও থাকছে অভিনব ছোঁয়া। ডয়েল এবং তাঁর সৃষ্ট চরিত্র হোমসকে একসূত্রে গাঁথতে চলেছেন পরিচালক। সেই সুবাদে বাংলা সিনেমার অন্যতম সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার বিশ্বের দরবারে পৌঁছচ্ছেন। উল্লেখ্য, এর আগে শার্লক হোমসকে নিয়ে হিন্দিতে কাজ করেছিলেন সৃজিত।
পরিচালক এবং সহ-প্রযোজক— দুই ভূমিকাতেই থাকছেন সৃজিত। ব্রিটিশ–ভারতীয় যৌথ প্রযোজনায় সৃজিতের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ম্যাচকাট প্রোডাকশনস’-র সঙ্গে যুক্ত হয়েছে প্রযোজক শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নর্স সদস্য মণিকা চাড্ডা, আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাগনিয়েস্কা মুডি, এবং আর্কাইভ বিভাগের প্রধান আরিকে ওকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ব্রিটিশ কাউন্সিলের চলচ্চিত্র বিভাগের প্রধান ব্রিওনি হ্যানসেন ও বিএফআই কালচারাল রিলেশনস বিভাগের মিরান্ডা গাওয়ার-কিয়ানও ছিলেন।