রাজ্য বিভাগে ফিরে যান

পুজোয় জলসা নয়, সিদ্ধান্ত ফোরাম ফর দুর্গোৎসবের

October 10, 2020 | < 1 min read

ছবি: সংগৃহীত

দুর্গাপুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। এ বিষয়ে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই গাইডলাইনকে স্বীকৃতি দিয়ে ফোরাম ফর দুর্গোৎসবের (এফএফডি) পক্ষ থেকে সব পুজো উদ্যোক্তাদের নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার ফোরামের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, পুজো চলাকালীন কোনও রকম জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, এই বিধিনিষেধের অন্যতম কারণ হল, প্রতিমা দর্শনের পর দর্শনার্থীরা মণ্ডপ ত্যাগ করবেন। তবে কোন‌ও অনুষ্ঠান হলে তাঁরাই ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। সেক্ষেত্রে করোনা সংক্রমণের উপযুক্ত পরিমণ্ডল তৈরি হতে পারে। তাই প্রতিটি পুজো কমিটির উদ্দেশ্যে ফোরামের অনুরোধ, পুজো ভালোভাবে মিটে গেলে তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।  উল্লেখযোগ্যভাবে, স্বেচ্ছাসেবক এবং দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি পুজো কমিটির কাছে মাস্ক রাখা আবশ্যক। ফোরামের তরফে বলা হয়েছে, পুজোর আগে ফোরামের নির্দেশিকা শহরের বিভিন্ন প্রান্তে হোর্ডিংয়ের মাধ্যমে প্রচার করা হবে। এছাড়াও প্রতিটি পুজো কমিটিকে প্রবেশপথের সঙ্গে সামঞ্জস্য রেখে তার দ্বিগুণ সংখ্যক বাহিরপথ রাখতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #forum for durgotsab, #Durga Pujo 2020

আরো দেখুন