মান্থার জেরে কী আবার ভাসবে বাংলা?
October 29, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
গত ছ’ঘণ্টায় ‘মান্থা’ বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর ও উত্তর-পশ্চিমমুখে অগ্রসর হয়েছে। যদিও ঝড় সরাসরি পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে না, তবে আংশিক মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার হলুদ সতর্কতা থাকছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করা হয়েছে মালদা, কোচবিহার, আলিপুরদুয়ারে, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পঙে।