সাতসকালে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি ৯.৪৫: দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় অগ্নিকাণ্ড! বুধবার সাতসকালে ঢাকুরিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ছ’টি ইঞ্জিন। বুধবার সকালে এসবিআইয়ের একটি ব্রাঞ্চে আগুন লাগে৷ শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।
আজ, বুধবার সকাল সাড়ে পাঁচটা-পৌনে ছ’টা নাগাদ ঢাকুরিয়ার ওই ব্যাঙ্কে আগুন দেখা যায়। তখন ব্যাঙ্ক বন্ধ ছিল। ব্যাঙ্কের ভিতর কোনও কর্মী ছিলেন না বলে খবর। স্থানীয়রা ব্যাঙ্কের ভিতর থেকে ধোয়া বের হতে দেখেন। খবর দেওয়া হয় স্থানীয় থানায় ও দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছ’টি ইঞ্জিন। দমকলকর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। ব্যাঙ্ক গ্রাহকদের মূল্যবান নথি, কাগজপত্র, অর্থ মজুত আছে। ব্যাঙ্কে লকারও রয়েছে। এলাকা ঘিরে রেখেছেন পুলিশকর্মীরা। জানা যাচ্ছে, গ্রাহকদের নথি, অর্থ, লকারের কোনও ক্ষতি হয়নি। ব্যাঙ্কের দোতলার বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে বলে খবর। ব্যাঙ্কের কর্মীরা এলে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারে জানা যাবে।