SIR আতঙ্কে বাংলায় প্রথম বলি, প্রদীপ করের বিচারের দাবিতে সরব অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১১: নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া ও NRC আতঙ্ক ঘিরে ফের সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একাধিক জনসভা ও সাংবাদিক বৈঠকে তিনি কেন্দ্রীয় সরকার (Central Government), বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
NRC আতঙ্কে আত্মহত্যার অভিযোগে মৃত প্রদীপ করের (Pradeep Kar) বাড়িতে যান অভিষেক। পানিহাটির (Panihati) জলমগ্ন এলাকায় পুরসভার তৎপরতা দেখা যায় তাঁর আগমনের আগে। অভিষেক বলেন, “বাঙালি আত্মসমর্পণ করেনি। এর বদলা তৃণমূল কংগ্রেস নেবে। সারা বাংলার একটাই স্বর/জাস্টিস ফর প্রদীপ কর।”
আগরপাড়ায় NRC আতঙ্কে আত্মহত্যার ঘটনায় অভিষেক বলেন, “SIR ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আত্মহত্যার খবর পাই। একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তোর মতো। কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ১ লক্ষ লোক নিয়ে যাব।” তিনি জানান, দিনহাটায় আরও একজন NRC আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁর অভিযোগ, “আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করত, এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে।”
অভিষেক বলেন, “ভদ্রলোককে পাঠানো হয়েছে, যাতে ভোটার আর ভোট দিতে না পারে। বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও।” তাঁর দাবি, বিজেপি ইডি (ED) ও কমিশনকে ব্যবহার করে বাংলাকে ‘টাইট’ করতে চাইছে।
সনাতন ধর্মের রক্ষাকর্তা হিসেবে বিজেপির (BJP) দাবিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “সনাতন ধর্মের রক্ষাকর্তা হতে পারেন শ্রীকৃষ্ণ, প্রভু রাম, মা দুর্গা, মা কালী। কিন্তু বিজেপি নেতারা? যারা ভোটে দাঁড়িয়েছে, তাদের বাবা-ঠাকুরদার সার্টিফিকেট আছে?” তিনি হাতজোড় করে অনুরোধ করেন, “কেউ ভয় পাবেন না। কোনও রকম হলে স্থানীয় প্রশাসন রয়েছে।”
ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা নিয়ে অভিষেক প্রশ্ন তোলেন, “জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে? অমিত শাহের (Amit Shah) বাবার জন্মের শংসাপত্র দেখাতে পারবেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী, রেলমন্ত্রী- তাঁদের বাবা-ঠাকুরদার শংসাপত্র আছে?” তাঁর দাবি, “যাদের জন্য এই ঘটনা, তাদের জেলে পাঠানো হবে। যত লড়তে হবে, লড়ব।”