ভোটের মুখে ফের হিন্দুত্বে শান! বিহারে সীতামাতার মন্দিরের ঘোষণা অমিত শাহের

October 29, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এবার বিহারে (Bihar) সীতামাতার মন্দিরের ঘোষণা অমিত শাহের (Amit Shah)! বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “রামমন্দির তৈরি হয়েছে, এবার পালা সীতামন্দিরের।”

সীতামারিতে এক নির্বাচনী সভায় দাঁড়িয়ে অমিত শাহ বলেন, “প্রভু রাম বহু বছর তাঁবুতে ছিলেন। তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি কেউই রামমন্দির (Ram Mandir) চায়নি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ক্ষমতায় আসার পর রামমন্দির তৈরি হয়েছে।”

এরপরই তিনি ঘোষণা করেন, “সীতামাতার জন্মস্থান সীতামারিতে বিরাট আকারে মন্দির নির্মাণ হবে। শুধু তাই নয়, সীতামাতা যেখানে যেখানে গিয়েছেন, সেই সব স্থানকে রামপথের সঙ্গে যুক্ত করা হবে।”

কথিত আছে, বিদেহরাজ জনকের রাজধানী ছিল মিথিলায়। জনকপুরে হলকর্ষণের সময় মাটি থেকে উঠে এসেছিলেন সীতামাতা। সেই স্থান আজকের সীতামারিহি (Sitamarhi) হিসেবেই পরিচিত। যদিও বর্তমান জনকপুর নেপালে অবস্থিত, তবু বিহারের মিথিলাঞ্চলে সীতামাতার (Seeta Mata) প্রতি আবেগ প্রবল। সেই আবেগকে কেন্দ্র করে বিজেপির (BJP) এই উদ্যোগ রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্র অনুযায়ী, সীতামারিতে যে জানকী মন্দির রয়েছে, সেটিকেই সংস্কার করে বৃহৎ আকারে গড়ে তোলা হবে। প্রকল্পের সম্ভাব্য খরচ ধরা হয়েছে হাজার কোটি টাকা। ইতিমধ্যেই শিলান্যাস, ভূমি পুজো, আরতি, হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজও শুরু হয়েছে। বিহারের মাটিতে দাঁড়িয়ে শাহের এই ঘোষণা স্পষ্টভাবে বিজেপির নির্বাচনী কৌশলের অংশ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen