২০০২-এর ভোটার তালিকায় নেই BLO-র নাম, প্রশ্নের মুখে নদীয়ার SIR প্রক্রিয়ার স্বচ্ছতা

October 29, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:০৯: রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হতেই সামনে এল নদীয়ার শান্তিপুরের (Santipur) এক ব্যতিক্রমী ঘটনা। জানা গিয়েছে, স্থানীয় এক বুথ লেভেল অফিসার (BLO) রজনীকান্ত পাল (Rajanikanta Pal) ও তাঁর পরিবারের নামই নেই ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List)।

রজনীকান্ত পাল পেশায় শিক্ষক, কর্মরত কালীপুর প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে তিনি ২৬২ নম্বর বুথের BLO (Booth Level Officer) হিসেবে দায়িত্বপ্রাপ্ত। তিনি জানান, ২০১৪ সালে প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাঁর নাম প্রথমবার ভোটার তালিকায় ওঠে। তবে ২০০২ সালের তালিকায় তাঁর বাবা-মায়ের নামও ছিল না।

শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়াপাড়া এলাকায় রজনীকান্তর বসবাস। তিনি জানান, “আমার বাবা টব তৈরির কাজ করতেন। কাজের সূত্রে ঘুরে ঘুরে থাকতেন। স্থায়ী ঠিকানা না থাকায় তখন তালিকায় নাম ওঠেনি। আমার মা প্রয়াত। বাবার নামও ২০০২ সালের তালিকায় ছিল না। আমি নিজে থেকে BLO হইনি, সরকার দায়িত্ব দিয়েছে। তথ্য চাওয়া হলে সব জানিয়েছি।”

শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানান, “নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মীদেরই BLO করা হয়েছে। ২০০২ সালের তালিকা সংক্রান্ত নির্দেশ পরে এসেছে। রজনীকান্ত পালের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।” তবে তিনি এই ঘটনাকে বিডিও অফিসের (BDO Officer) গাফিলতি বলে মানতে নারাজ। তাঁর কথায়, “নির্বাচন কমিশনের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করছি।”

SIR প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল ভোটার তালিকা থেকে ভুয়ো নাম (Fake Voter) বাদ দিয়ে তা নির্ভুল করা। কিন্তু BLO-র মতো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিজের পরিবারের নামই যদি ২০০২ সালের তালিকায় না থাকে, তাহলে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen