বৃহস্পতিবার ১২টার মধ্যে BLO-দের কাজে যোগের নির্দেশ, না মানলে সাসপেন্ড করবে কমিশন!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৬: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া। তবে এখনও বহু বুথ লেভেল অফিসার (BLO) দায়িত্ব গ্রহণ করেননি বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন এবার কঠোর অবস্থান নিতে চলেছে। পরিস্থিতি মোকাবিলায় কমিশন নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে BLO-রা নিয়োগপত্র না-নিলে তাঁদের সাসপেন্ড করা হতে পারে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ-সহ কয়েকটি জেলায় BLO-রা এখনও SIR প্রক্রিয়ায় অংশগ্রহণ করেননি। তাঁদের অনেকে নানা কারণ দেখিয়ে দায়িত্ব নিতে চাইছেন না। এই অবস্থায় জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে BLO-দের কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে।
রাজ্যের প্রায় ৮০ হাজার বুথে BLO নিয়োগ করা হলেও কিছু জায়গায় এখনও পদ শূন্য। SIR নিয়ে রাজনৈতিক বিতর্ক ও জনআতঙ্কের আবহে BLO-দের মধ্যে অনীহা দেখা দিয়েছে। কমিশনের এক আধিকারিক বলেন, “এটি সরকারি দায়িত্ব। রাজ্য সরকার BLO-দের নির্বাচন সংক্রান্ত কাজে নিয়োগ করেছে। কেউ বলতেই পারেন না, ‘আমি কাজ করব না।’”
কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপত্র গ্রহণ করবেন না, তাঁদের বিরুদ্ধে সাসপেন্ডের মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। এই নির্দেশ ইতিমধ্যেই জেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে।