Weather Update: রাজ্যে বৃষ্টি আর কতদিন হবে জানাল আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি থাকবে। আজ রাজ্যের উপকূলে সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে সমুদ্র উত্তাল থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে মাঝারি বৃষ্টি হবে। আজ পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে। ৩১ তারিখ অর্থাৎ শুক্রবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরে সব জেলায় ৩০ তারিখ ভারী বৃষ্টি হবে। আগামী ২ নভেম্বর থেকে উত্তরের আবহাওয়ার উন্নতি হবে।