SIR in Bengal: ভোটের আগে এসআইআর-র প্রয়োজন কী? প্রশ্ন তুলে মামলা কলকাতা হাই কোর্টে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:১০: শুরু হয়েছে SIR, আম বাঙালির মনে বাড়ছে আতঙ্ক। ভয়ে, ত্রাসে বাংলাজুড়ে শুরু হয়েছে মৃত্যু মিছিল। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। আজ, শুক্রবার মামলা দায়ের করতে চেয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে।
মামলাকারীর প্রশ্ন, ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) রয়েছে। তার আগে SIR-র প্রয়োজন কী? কেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করা হচ্ছে? মামলাকারীর দাবি, নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক। প্রধান বিচারপতির বেঞ্চে তাঁর আর্জি, প্রয়োজনে গোটা নিবিড় সংশোধন প্রক্রিয়ার উপর নজরদারি চালাক আদালত।
উল্লেখ্য, কমিশনের নির্দেশে বাংলায় এসআইআর শুরু হয়েছে। জানা যাচ্ছে, ৪ নভেম্বর থেকে BLO-রা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার কাজ শুরু করবেন। অভিযোগ, মানুষের মনে SIR-র আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে কেড়ে নেওয়া না-হয়, তা নিশ্চিত করার দাবিতে সরব তৃণমূলও। প্রতিবাদে নেমেছে বাম ও কংগ্রেস।