ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি,কী কী কীর্তি গড়লো এই ম্যাচ ?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:৩০: ভারতের মেয়েরা লিখে ফেলল এক নতুন ইতিহাস। বৃহস্পতিবার ডি.ওয়াই. পাটিল স্টেডিয়ামে মহিলা ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পেল টিম ইন্ডিয়া। জেমিমা রডরিগসের অবিশ্বাস্য অপরাজিত ১২৭ রানের ইনিংস, সঙ্গে অধিনায়িকা হরমনপ্রীত কৌরের ৮৯ রানের দুর্দান্ত সঙ্গ—এই জুটিই ভারতের জয়যাত্রার ভিত্তি গড়ে দেয়। শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতে ইতিহাস গড়ল ভারত। ফাইনালে রবিবার একই মাঠে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে হরমনপ্রীতরা।
এই ম্যাচে ভাঙল একাধিক রেকর্ড। প্রথমত, এটি মহিলা ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ সফল রানচেজ—এর আগে অস্ট্রেলিয়া ৩৩১ রান তাড়া করে জিতেছিল, সেটিই ছিল সর্বোচ্চ। দ্বিতীয়ত, এটি বিশ্বকাপের ইতিহাসে (পুরুষ বা মহিলা) প্রথমবার কোনো দল ৩০০ রানের বেশি টার্গেট চেজ করে জিতল সেমিফাইনাল বা ফাইনালের মতো নকআউট ম্যাচে। ম্যাচে মোট রান হয়েছিল ৬৭৯, যা মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার ফিবি লিচফিল্ড ৯৩ বলে ১১৯ রান করে হয়ে গেলেন বিশ্বকাপের নকআউট ম্যাচে সেঞ্চুরি করা সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার।
অস্ট্রেলিয়া আগে ব্যাট করে লিচফিল্ড ও এলিস পেরির (৭৭) জুটিতে বড় রান তুললেও, ভারতের স্পিনার শ্রী চারানি ও দীপ্তি শর্মার নিয়ন্ত্রিত বোলিং শেষদিকে ম্যাচ ঘুরিয়ে দেয়।
চেজে নামার পর ভারতের শুরুটা ভাল ছিল না। শেফালি ভার্মা দ্রুত আউট হন, স্মৃতি মন্ধানা ২৪ রানে বিদায় নেন বিতর্কিত রিভিউতে। কিন্তু ৫৯-২ থেকে জেমিমা ও হরমনপ্রীতের জুটি ১৬৭ রানের পার্টনারশিপে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষদিকে অমনজোত কৌর বিজয়ী বাউন্ডারি মেরে মাঠ মাতিয়ে দেন।
আবেগে ভাসলেন জেমিমা—চোখে জল, মুখে হাসি। ডাগআউটে সতীর্থদের উল্লাস। সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে ভারত প্রমাণ করল—এখন তারাই নতুন ইতিহাস লেখার পথে।