বাতিল পুরনোটি! চালু বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নতুন ওয়েবসাইট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:১৩: বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এবার বাতিল হয়ে গেল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (West Bengal CEO) দপ্তরের পুরনো ওয়েবসাইট। চালু হল নতুন ওয়েবসাইট। নয়া ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা।
২৭ অক্টোবর, সোমবার বাংলায় SIR-র ঘোষণা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। বিপুল সংখ্যক লোক ওয়েবসাইটটি একই সঙ্গে অ্যাক্সেস করায় এমনটা হয় বলে মনে করা হচ্ছে। সকলেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন। কিন্তু ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় জনগণের মধ্যে বাড়ছিল ক্ষোভ।
এহেন পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দপ্তর। এবার থেকে https://ceowestbengal.wb.gov.in/– এই ওয়েবসাইটেই মিলবে যাবতীয় তথ্য। এই ওয়েবসাইট থেকে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। SIR সংক্রান্ত কাজকর্মও হবে এই ওয়েবসাইটে।
বাংলায় শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন। এবার বাতিল হয়ে গেল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (West Bengal CEO) দপ্তরের পুরনো ওয়েবসাইট। চালু হল নতুন ওয়েবসাইট। নয়া ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা।
২৭ অক্টোবর, সোমবার বাংলায় SIR-র ঘোষণা হয়। পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। বিপুল সংখ্যক লোক ওয়েবসাইটটি একই সঙ্গে অ্যাক্সেস করায় এমনটা হয় বলে মনে করা হচ্ছে। সকলেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে চাইছিলেন। কিন্তু ওয়েবসাইট অকেজো হয়ে পড়ায় জনগণের মধ্যে বাড়ছিল ক্ষোভ।
এহেন পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দপ্তর। এবার থেকে https://ceowestbengal.wb.gov.in/– এই ওয়েবসাইটেই মিলবে যাবতীয় তথ্য। এই ওয়েবসাইট থেকে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা পাওয়া যাবে। SIR সংক্রান্ত কাজকর্মও হবে এই ওয়েবসাইটে।