ফের বড় পর্দায় ‘অরণ্যের দিন রাত্রি’: কোথায় দেখতে পাবেন সত্যজিতের অমর সৃষ্টি?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২২: সত্যজিৎ রায়ের (Satyajit Ray) অমর সৃষ্টি ‘অরণ্যের দিন রাত্রি’ আবার পর্দায় ফিরছে নতুন রূপে। ছবিটির ৪কে ডিজিটাল রেস্টোরেশন চলতি বছরের মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এবার তা হবে কলকাতায়। আগামী ৭ই নভেম্বর প্রিয়া সিনেমায় (Priya Cinema) ছবিটি বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
এই রেস্টরেশন প্রজেক্টটি সম্পন্ন হয়েছে ‘ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন’ ও ‘দ্য ফিল্ম ফাউন্ডেশনস ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট’-এর যৌথ উদ্যোগে। পুনরুদ্ধারের কাজটি সম্পন্ন হয়েছে ইতালির বলোনিয়ায় অবস্থিত ‘ল’ইম্মাজিনে রিতোভাতা’ স্টুডিওতে। পুনরুদ্ধারের পুরো প্রক্রিয়াটি অনুমোদন করেছেন সত্যজিৎ রায়ের পুত্র পরিচালক সন্দীপ রায় এবং ছবির মূল প্রযোজক দত্ত পরিবার।
দীর্ঘদিন ধরে সংরক্ষিত ফিল্ম প্রিন্টে জমে থাকা ধুলো, আঁচড় দূর করা হয়েছে অত্যন্ত যত্নের সঙ্গে। পাশাপাশি, ছবির সাউন্ড উন্নত করতে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত ম্যাগনেটিক ট্র্যাক ব্যবহার করা হয়েছে। ফলে দর্শকরা এবার নতুন প্রজন্মের প্রযুক্তিতে সত্যজিৎ রায়ের এই কালজয়ী ছবিটি উপভোগ করতে পারবেন।
এরপর ৮ই নভেম্বর নন্দনে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর অংশ হিসেবে ছবিটি আবারও প্রদর্শিত হবে, যা কিংবদন্তি পরিচালকের প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য হিসেবে রাখা হয়েছে।