আজ শনিবার মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
November 1, 2025
|
< 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ শনিবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা বৃষ্টি হবে। আজ পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টি হবে। আজ থেকে ধাপে ধাপে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গে জলপাইগুড়ি, মালদা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আগামী কাল থেকে উত্তরের আবহাওয়ার উন্নতি হবে।