লাচুং, লাচেন, ইয়ুমথাং ভ্যালি, ছাঙ্গুতে তুষারপাত! বরফে ঢাকবে সান্দাকফুও?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:১৭: ঘূর্ণিঝড় মান্থার জের, একধাক্কায় পারদ পতন হল উত্তরের পাহাড় এবং সমতলে। একই সঙ্গে সিকিমেও প্রবল তুষারপাত হয়েছে। সিকিমের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দার্জিলিংয়ের সান্দাকফুতেও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকাল থেকে বরফের চাদরে ঢেকে গিয়েছে উত্তর সিকিমের লাচুং, লাচেন ও ইয়ুমথাং ভ্যালি। পূর্ব সিকিমের ছাঙ্গুতেও ভারী তুষারপাত হয়েছে। ভেসে বেড়াচ্ছে বরফকণা। তুষারপাতের খবরে উত্তরবঙ্গে বেড়াতে আসা পর্যটকরা ছুটছেন সিকিমে। ভারী তুষারপাতের জেরে ছাঙ্গু বা লাচুংয়ের রাস্তা বরফে ঢেকে যাওয়ায় ব্যাহত হয়েছে যান চলাচল। অন্যদিকে, মান্থার কারণে দুর্যোগ চলায় আপাতত পর্যটকদের সান্দাকফু যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে জিটিএ। মানেভঞ্জন থেকে সান্দাকফু যাত্রা ও ট্রেকিং বন্ধ রাখা হয়েছে।
উত্তর ও পূর্ব সিকিমের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে। আজ, শনিবারও ওসব এলাকায় তুষারপাত হবে। ২০২৩ সালে দার্জিলিং পাহাড়ে তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। ২০২৪ সালে নভেম্বরের ২১ তারিখ মরশুমের প্রথম তুষারপাত হয়। চলতি বছরের জানুয়ারিতেও দার্জিলিংয়ে বরফ দেখা পেয়েছেন পর্যটকরা। দার্জিলিং পাহাড়েও এই মুহূর্তে পর্যটকদের ভিড় বাড়ছে। তাঁরা পাহাড়ের ঠান্ডা উপভোগ করছেন। ফলে খুশি পর্যটন ব্যবসায়ীরা।
মঙ্গলবার রাত থেকে সিকিমে তুষারপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে রাস্তাঘাট বরফে ঢাকা পড়েছে। ঘরের চালের উপর জমে রয়েছে বরফ। পর্যটক থেকে আম জনতা, বরফ পড়ার পাহাড় ও সমতলে খুশির আমেজ।