ডিসেম্বরে রাজ্যে ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’, শিল্পপতিরা তুলে ধরবেন বাংলার অগ্রগতির ছবি

November 1, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৮:  মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আমলে বাংলাই হয়ে উঠেছে বিনিয়োগের সেরা ঠিকানা। দেশি-বিদেশি শিল্প সংস্থাগুলি বঙ্গে বিনিয়োগ করছে। লগ্নির সঙ্গে সঙ্গে মসৃণ হয়েছে কর্মসংস্থানের পথও। শিল্প কনক্লেভে বাংলার জয় যাত্রার কাহিনিই তুলে ধরা হবে। যাঁরা লগ্নি করেছেন, শিল্প গড়েছেন, তাঁরাই তাঁদের শিল্প-যাত্রার অভিজ্ঞতার কথা জানাবেন। পাশাপাশি ভবিষ্যতের রূপরেখাও তুলে ধরবেন শিল্পমহলের ব্যক্তিত্বরা। এমন অভিনব ‘বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ’ অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।

নবান্নে শিল্প সংক্রান্ত সিনার্জি বৈঠকের পর শুক্রবার এমন অভিনব কনক্লেভের ঘোষণা করেন অর্থ দপ্তরের মুখ্য উপদেষ্টা ও প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, ধনধান্য প্রেক্ষাগৃহে এই কনক্লেভের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তাবড় শিল্পপতি ও লগ্নিকারীরা সেখানে থাকবেন। তাঁরাই রাজ্যে শিল্পের প্রকৃত অগ্রগতির ছবি তুলে ধরবেন।

কনক্লেভ ও সামিটের মধ্যে ফারাক প্রসঙ্গে অমিত মিত্র জানান, “সামিটে দেশ-বিদেশের প্রতিনিধিরা ছিলেন। ৫০০-র বেশি ডেলিগেট ছিলেন। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল কনক্লেভ। কীভাবে তাঁরা বিনিয়োগ এনেছেন, কীভাবে তাঁরা কর্মসংস্থান এনেছেন, কীভাবে রপ্তানি করছেন, তা তুলে ধরবেন। তাঁরা কত বিনিয়োগ করেছেন, তাও উঠে আসবে।”

অমিত মিত্রর জানান, “যাঁরা সাফল্য পেয়েছেন, তাঁরাই নিজের মুখে জানাবেন কত বিনিয়োগ হয়েছে, কত কর্মসংস্থান হয়েছে। নয়া কী প্রকল্প হবে, কত বিনিয়োগ আসবে, শিল্প মহলের পরিকল্পনা ও লক্ষ্য কী, জানাবেন। তাঁর কথায়, “সাফল্যেকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তাও শুনব আমরা। সাফল্য ও ভবিষ্যতের সাফল্যের রূপরেখা উঠে আসবে এই কনক্লেভে।”

জানা যাচ্ছে, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ‘ফোকাস’ হিসাবে বেছে নেওয়া হয়েছে। অমিত মিত্রের কথায়, অনুষ্ঠিতব্য কনক্লেভে উন্নয়নমুখী বৃদ্ধিকেন্দ্রিক শিল্প, কর্মসংস্থানমূলক, রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন শিল্পক্ষেত্র, রাজ্যের প্রাকৃতিক সম্পদ যেমন পাট, সিল্ক, পর্যটনের উপর ভিত্তি করে গড়ে ওঠা শিল্প, রাজস্ব আদায়কারী শিল্পের মতো ক্ষেত্রগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen