ঋতুস্রাবের ‘প্রমাণ’ দিতে হরিয়ানায় সাফাইকর্মীদের গোপনাঙ্গের ছবি তুলতে বাধ্য করার অভিযোগ

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৩৫: নিন্দার বছর বইছে! অভিযোগ, ঋতুস্রাবের ‘প্রমাণ’ দিতে তিন সাফাইকর্মীকে গোপনাঙ্গের ছবি তুলতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর, হরিয়ানার রোহতাকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ে। মহিলা সাফাইকর্মীদের সুপারভাইজারদের বিরুদ্ধে উঠছে অভিযোগ। প্রতিবাদে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। অভিযুক্তদের মধ্যে একজনকে নিলম্বিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে।

হরিয়ানার রোহতাকে মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেকে গুপ্তা বলেন, তদন্ত করা হবে। দোষী প্রমাণিত হলে কেউ রেহাই পাবে না। বিনোদ ও বিতেন্দ্র নামে দুই সুপারভাইজারের বিরুদ্ধে উঠছে অভিযোগ। জানা গিয়েছে, ঋতুস্রাবের কারণে অসুস্থ বোধ করায় তাঁরা ছুটি চেয়েছিলেন। অন্য সিনিয়ার অফিসাররা অনুমতি দিলেও দুই অভিযুক্ত সুপারভাইজার ছুটি দিতে অসম্মতি জানান। তাঁদের দাবি ছিল, ওই তিন সাফাইকর্মী মিথ্যা বলছেন। অভিযুক্ত সুপারভাইজাররা অন্য এক মহিলা কর্মীকে নির্দেশ দেন, তিন সাফাইকর্মীকে শৌচাগারে নিয়ে গিয়ে পোশাক খুলিয়ে তাঁদের গোপনাঙ্গের ছবি তুলে আনতে হবে। ঋতুস্রাবের ‘প্রমাণ’ দিলে তবেই মিলবে ছুটি। চাকরি যাওয়ার ভয়ে তিন মহিলা সাফাইকর্মী গোপনাঙ্গের ছবি তুলতে বাধ্য হন। অভিযুক্তদের দাবি, সহকারী রেজিস্টার শ্যাম সুন্দরের কথা মতো তাঁরা ‘প্রমাণ’ চেয়েছিলেন।

এহেন বর্বরোচিত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন অন্যান্য মহিলা কর্মী, পড়ুয়া ও ছাত্র সংগঠনের সদস্যরা। এক অধ্যাপক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত ও পুলিশে অভিযোগ দায়েরের আশ্বাস দেন তিনি। দুই সুপারভাইজারের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার অধীনে যৌন নিগ্রহ, হেনস্তা, মহিলাদের মর্যাদাহানি সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen