দুই দশকের যাত্রার শেষ: টেনিসকে বিদায় জানালেন রোহন বোপন্না

November 1, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০:  দীর্ঘ দুই দশকের অবিস্মরণীয় যাত্রার অবসান ঘটালেন ভারতের টেনিস তারকা রোহন বোপন্না। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে, তিনি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন। নিজের আবেগঘন বার্তায় বোপন্না লিখেছেন, “জীবনের মানে যে খেলাটি আমাকে শিখিয়েছে, তাকে বিদায় জানানো সহজ নয়। কিন্তু ২০ বছর পর সময় এসেছে র‍্যাকেটটা নামিয়ে রাখার।”

কোর্গের পাহাড়ি গ্রামে কাঠ কেটে সার্ভ শক্ত করার সেই দিনগুলো থেকে শুরু করে বিশ্বের বৃহত্তম কোর্টে আলোয় দাঁড়ানো—রোহনের পথচলা যেন এক স্বপ্নের মতো। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করাকে তিনি জীবনের “সবচেয়ে বড় সম্মান” বলে উল্লেখ করেছেন।

২০০৩ সালে পেশাদার সার্কিটে যাত্রা শুরু করে বোপন্না তাঁর দীর্ঘ ক্যারিয়ারে একাধিক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন। ২০১৭ সালে গ্যাব্রিয়েলা দাব্রোভস্কির সঙ্গে ফ্রেঞ্চ ওপেনে মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয় এবং ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ম্যাথিউ এবডেনের সঙ্গে ডাবলস শিরোপা জয় তাঁর ক্যারিয়ারের দুই উজ্জ্বল অধ্যায়। ওই বছরেরই ফেব্রুয়ারিতে তিনি ৪৩ বছর বয়সে বিশ্বের এক নম্বর ডাবলস খেলোয়াড় হন—যা নিজেই এক ইতিহাস।

অবসরের আগে তাঁর শেষ প্রতিযোগিতা ছিল প্যারিস মাস্টার্স ১০০০, যেখানে তিনি খেলেছিলেন আলেকজান্ডার বুবলিকের সঙ্গে। বোপন্না ভারতের হয়ে বহুবার ডেভিস কাপ ও অলিম্পিকে অংশ নিয়েছেন, এনে দিয়েছেন গৌরব ও অনুপ্রেরণা।

অবসরের ঘোষণায় তিনি আরও জানান, “আমি প্রতিযোগিতা থেকে দূরে যাচ্ছি, কিন্তু টেনিস থেকে নয়। এই খেলাই আমাকে সবকিছু দিয়েছে—এখন পালা তরুণদের জন্য কিছু ফেরানোর।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen