৮০০ টাকায় নাগরিকত্ব! কেন্দ্রীয় মন্ত্রীর ‘CAA শিবিরে’ প্রকাশ্যে টাকা নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: শুরু হয়েছে SIR, আম বাঙালির মনে ভয় ধরাচ্ছেন বিজেপি নেতারা। সরাসরি বলা হচ্ছে নাম বাদ গেলে বাংলাদেশে পাঠানো হবে। ত্রাসে দিন কাটাচ্ছেন মতুয়রা। ভয় দেখিয়ে নাগরিকত্ব বিক্রির ব্যবসা ফাঁদা অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আটশো টাকায় নাগরিকত্ব বেচছেন কেন্দ্রীয় মন্ত্রী, এমনই অভিযোগ রাজ্যের শাসক দলের।
সম্প্রতি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ও মতুয়া ঠাকুরবাড়ির সন্তান শান্তনু ঠাকুর বলেছিলেন, যাঁদের নাম SIR-এ বাদ যাবে, তাঁদের CAA-তে নাগরিকত্বের ব্যবস্থা করে দেবেন তিনি। এরপরই ঠাকুর বাড়িতে এবং বনগাঁর নানান জায়গা CAA শিবির শুরু হয়। সেখানেই টাকা নেওয়ার অভিযোগ উঠছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, CAA ক্যাম্পে বিজেপি নেতারা ফর্ম পূরণ করে দিতে আম জনতার থেকে কুড়ি টাকা নিচ্ছেন। নাগরিকত্ব দিতে ৮০০ টাকা নেওয়া হচ্ছে। বলা হচ্ছে, ৮০০ টাকা দিলে তবেই পাওয়া যাবে নাগরিকত্ব। তা না-হলে মিলবে না ভারতে থাকার অধিকার। ফর্ম পূরণে ২০ টাকা, জমা দিতে ৮০০ টাকা তাহলেই ‘নো রিজেকশন গ্যারান্টি’! তৃণমূলের অভিযোগ, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ‘CAA শিবিরে’ চলছে প্রকাশ্যে টাকা নিয়ে নাগরিকত্ব দেওয়ার নাটক।
তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে লেখা হয়েছে, “নাগরিকত্ব এখন বিক্রির জিনিস! ঠাকুরনগরে নতুন ব্যবসা চলছে বিজেপির। ২০ টাকায় ফর্ম পূরণ, ৮০০ টাকায় নাগরিকত্ব! একেবারে রেটকার্ড ঝুলিয়ে চলছে ধর্মের নামে প্রতারণা, নাগরিক পরিচয়ের নামে ব্যবসা—এটাই কি “ডবল ইঞ্জিন উন্নয়ন”?
মতুয়াদের বিশ্বাস, আশা, মর্যাদা- সব বিকিয়ে দিচ্ছে এই দলটা। যে আইন নিয়ে বছরভর বিভাজনের রাজনীতি করে এল, এখন সেটাকেই বানিয়েছে ব্যবসার উপকরণ! এসবের পিছনে রয়েছেন বিজেপির কীর্তিমান নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর আর তাঁর ভাই সুব্রত ঠাকুর। মতুয়াদের আত্মমর্যাদা নিয়ে এমন ব্যবসাই প্রমাণ করে, বিজেপির কাছে মানুষ নয়, শুধু মুনাফা লুটে নেওয়াই আসল!”