‘মানব বোমা’ আতঙ্কে ইন্ডিগোর ফ্লাইটে, জেদ্দা থেকে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: শনিবার সকালে চাঞ্চল্য ছড়াল রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। ইন্ডিগো এয়ারলাইন্সের জেদ্দা থেকে হায়দরাবাদগামী ফ্লাইটে ‘মানব বোমা’ থাকার হুমকি-ইমেল পেয়ে তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানের গতিপথ পরিবর্তন করে সেটিকে মুম্বই বিমানবন্দরে নামানো হয়। পরে বিমানটি নিরাপদে অবতরণ করে, এবং সমস্ত যাত্রী ও ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থা।
সূত্রের খবর অনুযায়ী, শনিবার ভোর প্রায় ৫.৩০ নাগাদ হায়দরাবাদ বিমানবন্দরের অফিসিয়াল ইমেলে একটি বার্তা আসে, যেখানে দাবি করা হয়—“ইন্ডিগো ফ্লাইটটিতে এলটিটিই-আইএসআই জঙ্গিরা ১৯৮৪ সালের মাদ্রাজ বিমানবন্দরের ধাঁচে বিস্ফোরণের ছক কষেছে।” হুমকি বার্তাটি পাওয়ার পরই সমস্ত নিরাপত্তা সংস্থা ও এয়ারলাইনস কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। বিমানটিকে সঙ্গে সঙ্গে মুম্বইয়ে নামানোর নির্দেশ দেওয়া হয়। সেখানে পৌঁছনোর পর বোম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড (BDDS) বিমানটির সম্পূর্ণ তল্লাশি চালায়, তবে কোনও বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।
ইন্ডিগো-র এক মুখপাত্র জানিয়েছেন, “১ নভেম্বর জেদ্দা-হায়দরাবাদ রুটে চলা 6E 68 ফ্লাইটে নিরাপত্তা সংক্রান্ত হুমকি আসে। প্রোটোকল মেনে আমরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই এবং পূর্ণ সহযোগিতা করি।” তিনি আরও জানান, যাত্রীদের অসুবিধা যাতে না হয়, সে বিষয়েও বিমান সংস্থা সবরকম ব্যবস্থা নিয়েছিল।
অন্যদিকে, শুক্রবার চেন্নাই শহরেও একটি ভুয়ো বোমা হুমকি ঘিরে চাঞ্চল্য দেখা যায়। ইডি-র শাস্ত্রী ভবন অফিসে বোমা রয়েছে বলে ইমেল পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও বোম স্কোয়াড তল্লাশি চালিয়ে হুমকিটিকে সম্পূর্ণ ভুয়ো বলে নিশ্চিত করেছে।