SRK Birthday: জুহি থেকে দীপিকা, কার সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন কিং খান?

November 2, 2025 | < 1 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: আজ শাহরুখ খানের জন্মদিন। রাতের জন্মদিনের অনুষ্ঠান শেষে মান্নাতের ব্যালকনিতে দেখা মিলতে পারে বলিউডের বাদশাহর। তাই মান্নাতের সামনে ভোর থেকেই জমেছে অনুরাগীদের ভিড়। শাহরুখ খানের অভিনয়যাত্রা শুরু হয়েছিল ‘ফৌজি’ ধারাবাহিক দিয়ে। এরপর তিনি ‘সার্কাস’, ‘দুসরা কেওয়াল’ ও ‘দিল দরিয়া’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন। ১৯৯২ সালে পরিচালক হেমা মালিনীর ‘ড্রিম গার্ল’ ছবিতে সুযোগ পান তিনি। তারপর একের পর এক সফল ছবি। প্রথম দুটি সিনেমায় তাঁর সহ-অভিনেত্রী ছিলেন প্রয়াত দিব্যা ভারতী- ‘দিওয়ানা’ ও ‘দিল আশনা হ্যায়’। এরপর তিনি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।

জানেন কি সুপারস্টার শাহরুখ খান কোন অভিনেত্রীর সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন? দেখে নেওয়া যাক সেই তালিকা।

TwitterFacebookWhatsAppEmailShare
Decorative Ring
Maa Ashchen