SRK Birthday: জুহি থেকে দীপিকা, কার সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন কিং খান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯:০০: আজ শাহরুখ খানের জন্মদিন। রাতের জন্মদিনের অনুষ্ঠান শেষে মান্নাতের ব্যালকনিতে দেখা মিলতে পারে বলিউডের বাদশাহর। তাই মান্নাতের সামনে ভোর থেকেই জমেছে অনুরাগীদের ভিড়। শাহরুখ খানের অভিনয়যাত্রা শুরু হয়েছিল ‘ফৌজি’ ধারাবাহিক দিয়ে। এরপর তিনি ‘সার্কাস’, ‘দুসরা কেওয়াল’ ও ‘দিল দরিয়া’ সিরিয়ালে অভিনয় করে নজর কাড়েন। ১৯৯২ সালে পরিচালক হেমা মালিনীর ‘ড্রিম গার্ল’ ছবিতে সুযোগ পান তিনি। তারপর একের পর এক সফল ছবি। প্রথম দুটি সিনেমায় তাঁর সহ-অভিনেত্রী ছিলেন প্রয়াত দিব্যা ভারতী- ‘দিওয়ানা’ ও ‘দিল আশনা হ্যায়’। এরপর তিনি বহু অভিনেত্রীর সঙ্গে কাজ করে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা।
জানেন কি সুপারস্টার শাহরুখ খান কোন অভিনেত্রীর সঙ্গে সবচেয়ে বেশি সিনেমা করেছেন? দেখে নেওয়া যাক সেই তালিকা।
শাহরুখ খান - জুহি চাওলা: জুহি চাওলার সঙ্গে শাহরুখ করেছেন মোট ৯টি সিনেমা। ছবি: ‘রাজু বন গয়া জেন্টলম্যান’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘ওয়ান টু কা ফোর’, ‘ডুপ্লিকেট’, ‘ভূতনাথ’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘রাম জানে’, ‘পহেলি’। এছাড়া আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিকও তাঁরা দু'জন।
শাহরুখ খান- কাজল: বলিউডের রোমান্টিক সিনেমার ইতিহাসে অন্যতম সফল জুটি। একসঙ্গে ৭টি সিনেমা। ছবি: ‘বাজিগর’, ‘করন অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’।
শাহরুখ খান- দীপিকা পাড়ুকোন: কাজলের পর সবচেয়ে জনপ্রিয় জুটি বলা হয়। একসঙ্গে রয়েছে ৫টি হিট সিনেমা। ছবি: ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’, ‘জওয়ান’। তাঁদের নতুন ছবি ‘KING’ মুক্তি পেতে পারে ২০২৬/২০২৭ সালে।
শাহরুখ খান - মাধুরী দীক্ষিত: কম কাজ হলেও দর্শকদের প্রিয় জুটি। ছবি: ‘অঞ্জাম’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘গজ গামিনি’, ‘কোয়লা’, ‘দেবদাস’, ‘হাম তুমহারে হ্যায় সনম’।
শাহরুখ খান - রানি মুখার্জি: বলিউডের অন্যতম মিস্টি জুটি। এই বছর দুজনেই জাতীয় পুরস্কার পেয়েছেন। ছবি: ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘বীর জারা’, ‘চলতে চলতে’, ‘কাভি আলভিদা না কহনা’, ‘পহেলি’, ‘কাভি খুশি কাভি গম’, ‘হর দিল যা প্যার করবে’ (ক্যামিও)।