কেরলের বিজেপি কাউন্সিলরের আত্মহত্যায় দলকেই দায়ী করলেন প্রাক্তন মুখপাত্র

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৩০: কেরল বিজেপির প্রাক্তন মুখপাত্র এম. এস. কুমার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ তুলে বলেছেন, তিরুবনন্তপুরম কর্পোরেশনের কাউন্সিলর কে. অনিলকুমারের আত্মহত্যার জন্য বিজেপির নেতৃত্বই দায়ী। গত সেপ্টেম্বর মাসে অনিলকুমার আত্মহত্যা করেন একটি সমবায় সমিতিতে আর্থিক দুর্নীতির জেরে, যার সভাপতির দায়িত্বে তিনি ছিলেন।

শনিবার নিজের ফেসবুক পোস্টে এম. এস. কুমার লিখেছেন, তিনিও বর্তমানে মানসিক চাপে ভুগছেন, যেমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন অনিলকুমার, তাঁর মৃত্যুর আগে। তিনি দাবি করেছেন, তিনি যে অন্য সমবায় সমিতির সঙ্গে যুক্ত, সেই প্রতিষ্ঠানেও অনিয়মের অভিযোগে কেরল সরকার গত বছর তদন্তের নির্দেশ দিয়েছিল। এমনকি কয়েকজন বিনিয়োগকারী পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

কুমার তাঁর পোস্টে পরোক্ষভাবে বিজেপির স্থানীয় নেতৃত্বকে আক্রমণ করে লিখেছেন, এখন সময়, তিরুবনন্তপুরমের মানুষ পদ্মশিবিরের নেতাদের প্রকৃত রূপ চিনে নিন। তাঁর বক্তব্য, আসন্ন কর্পোরেশন নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে অনিলকুমারের মৃত্যু এবং সেই মর্মান্তিক ঘটনার নেপথ্যের কারণগুলি। তিনি আরও বলেন, “অনিলকুমার রাজনীতিতে বড় সাফল্যের পথে এগোচ্ছিলেন, কিন্তু সমবায় সমিতির সঙ্গে যুক্ত হওয়ার পরই তাঁর সেই যাত্রা অকালে থেমে গেল।”

এই ঘটনার জেরে নির্বাচনের আগে বিজেপির অন্দরে চাপে পড়েছে নেতৃত্ব। অভিযোগ ও আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে বিজেপির ভাবমূর্তি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে কেরলে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen