জন্মদিনের সারপ্রাইজ! প্রকাশ্যে শাহরুখ খানের নতুন ছবির নাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.২০: একটু রক্তের ঝলকানি। বন্দুকের নল থেকে বেরোনো গুলি। রক্তসিক্ত তাসের পাতা। দু’আঙুলের মাঝ থেকে দেখা গেল তাসের মান। ‘কিং’।
আজ সিনিয়র সিটিজেন হলেন বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান। কিন্তু কে বলবে, ৬০-এ পড়েও এত আগুন এখনও জ্বলছে তাঁর মধ্যে? নিজের জন্মদিনে সারা বিশ্বে অগণিত ভক্তদের সারপ্রাইজ দিলেন ‘কিং’ খান। প্রকাশ্যে এলো তাঁর আগামী ছবির টাইটেল।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে আগামী বছর, ২০২৬-এ। প্রযোজনায় শাহরুখের নিজের সংস্থা ‘রেড চিলিজ এন্টারমেন্ট’ ও সিদ্ধার্থ আনন্দের ‘মারফ্লিক্স এন্টারটেনমেন্ট’। চিত্রনাট্য তৈরি করেছেন স্বনামধন্য বাঙালি পরিচালক সুজয় ঘোষ।
সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ভিউ বাড়ছে ছবিটির টাইটেল রিভিলের। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশন হিরোর চরিত্রে প্রিয় নায়ক শাহরুখকে দেখতে পাবেন অনুরাগীরা।