Delhi air pollution: ‘ক্লাউড সিডিং’-র নামে ৩৪ কোটি টাকার দুর্নীতি? বিরোধীদের অভিযোগে চাপে ‘ডবল ইঞ্জিন’ সরকার

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: দিল্লির শীতকালীন আবহাওয়ায় ‘ক্লাউড সিডিং’ (cloud seeding) বা কৃত্রিম বৃষ্টির সম্ভাবনা নেই-এই মত ছিল কেন্দ্রীয় সরকার ও বিশেষজ্ঞদের। তবু করদাতাদের ৩৪ কোটি টাকা খরচ করে সেই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা কেন? উঠছে প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে ‘ডবল ইঞ্জিন’ সরকারের দুর্নীতি।

কোভিড পর্বে দিল্লির (Delhi) পরিবেশ ছিল তুলনামূলকভাবে বিষমুক্ত। কলকারখানা বন্ধ, যানবাহনের সংখ্যা কম থাকায় শহরের বাতাসে দূষণের (Air Pollution) মাত্রা ছিল নিয়ন্ত্রণে। কিন্তু শীত এলেই প্রতিবছরের মতো পাঞ্জাব, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে খেতে আগুন লাগানোর ফলে দূষণ বাড়তে থাকে। সেই সময় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী ও আইআইটি-র প্রাক্তন ছাত্র অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেন।

তবে কেন্দ্রীয় সরকারের অনুমতি মেলেনি। বিশেষজ্ঞরাও জানান, দিল্লির শীতকালীন আবহাওয়া কৃত্রিম বৃষ্টির (Artificial Rain) জন্য উপযুক্ত নয়। ২০২৪ সালের শীতকালীন অধিবেশনে রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রক জানায়, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে দিল্লির মেঘে পর্যাপ্ত আর্দ্রতা ও ঘনত্ব থাকে না। ফলে জলকণা তৈরি হলেও তা মাটিতে পৌঁছনোর আগেই শুকিয়ে যায়।

আইআইটি কানপুরের এক বিশেষজ্ঞও জানিয়েছেন, দিল্লির বর্তমান আবহাওয়ায় কৃত্রিম বৃষ্টি কার্যত অসম্ভব। তা সত্ত্বেও বিপুল অর্থব্যয়ে এই প্রকল্পের প্রয়াস ঘিরে উঠছে নানা প্রশ্ন। আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। বিরোধীদের (Opposition) দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের পেছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ ও অর্থনৈতিক অনিয়ম।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen