LIVE ICC Women’s ODI World Cup 2025: হাম কিসিসে কম নেহি’! ভারতীয় কন্যাদের বিশ্বজয়

November 2, 2025 | 2 min read
Published by: Ritam
Shafali Verma of India and Harmanpreet Kaur captain of India celebrates the wicket of Sune Luus of South Africa during the Final match of the ICC Women’s Cricket World Cup 2025 between India and South Africa at DY Patil Stadium, Navi Mumbai, India, on November 2, 2025.
Photo: Vipin Pawar / CREIMAS for BCCI

বিশ্বকাপে এখন পর্যন্ত ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল, জয় সমান- তিনটি করে ম্যাচ জিতেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ভারত শেষ বার দক্ষিণ আফ্রিকাকে মহিলা বিশ্বকাপে হারিয়েছিল ২০০৫ সালে। কে জিতবে আজকের শিরোপা? ভারত কি ঘরের মাঠে ইতিহাস লিখবে, নাকি প্রোটিয়ারা ছিনিয়ে নেবে স্বপ্ন?

নজরে রাখুন প্রতি মুহূর্তের আপডেট

২৩:৫৭: ৪৪.৪ ওভারে ২৪১/৮

২৪:৪৫: পরপর দুটি উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা

২৩:৩৩: ১০০ পূর্ণ করলেন Wolvaardt

২৩:৩০: ষষ্ঠ উইকেটের পতন

২২:৫৬: ৩১ ওভারে দক্ষিণ আফ্রিকা ১৫৬/৫

১০.৫০: ১৬ রান বানিয়ে আউট আফ্রিকার উইকেট রক্ষক জাফটা

২২.৪০: ২৬ ওভারে আফ্রিকার স্কোর ১৩৪/৪

২২:২৮: শেফালীর পরপর দুই ওভারে দুটি উইকেট, দক্ষিণ আফ্রিকা ১২৩/৪

২২:২১: শেফালীর বলে আউট luus, দক্ষিণ আফ্রিকা ১১৪/৩

২২:১৮: ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৩/২, প্রয়োজন আরও ১৮৬ রান।

২২:০০: Wolvaardt এর ৫০ রান পূর্ণ, দক্ষিণ আফ্রিকা ৯৫/২

২১:৫৫: ১৪ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা ৭১/২

২১:৪৮: দু উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা, ১২.১ ওভারে ৬৬/২

২১:৪৬: শ্রী চরণীর বলে লেগ বিফোর হলেন Bosch

২১:৩৫: রান আউট ব্রিটস, দক্ষিণ আফ্রিকা ৫১/১

২১:৩৩: ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫১/০

২১:৩০: ৮ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৪/০

২১:২০: ৬ ওভারে ২৬/০ দক্ষিণ আফ্রিকা

২১:০০: ২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭/০

২০:২৫: ৫০ ওভারে ভারত ২৯৮/৭

২০:১১: দীপ্তির ৫০, ভারত ২৮৫/৫

২০:০৭: ৪৭.১ ওভারে ২৭৭/৫

 ২০:০০: ৪৫ ওভারে ভারত ২৬২/৫

১৯:৫৪: আউট আমানজ্যোৎ, ভারত ২৪৫/৫ ৪৩ ওভারে

১৯:৪০: ৪০ ওভার শেষে ভারত ২২৯/৪

১৯:৩৪: ২০ রান করে আউট অধিনায়ক হারমানপ্রীত, ভারত ২২৩/৪

১৯:৩০: ৩৭.৩ ওভারে ভারত ২১৭/৩

১৯:২০: ২০০ রান সম্পূর্ণ করল ভারত

১৯:১৫: ৩৪ ওভারে ভারত ১৯৫/৩

১৮:৫৭: ২৪ রান করে আউট জেমিমা, ভারত ১৭১/৩

১৮:৪৫: ৮৭ রান করে আউট শেফালী, ভারত ১৬৬/২

১৮:৪২: ২৭.৩ ওভারে ভারত ১৬৪/১, শেফালী ৮৭*, জেমিমা ২২*

১৮:২৮: ২৪ ওভারে ভারত ১৪০/১, শেফালী ৬৮*, জেমিমা ১৭*

১৮:২১: ২১.৪ ওভারে ভারত ১২৮/১

১৮:১২: ৫০ করলেন শেফালী ভার্মা

১৮:১০: ৪৫ রান করে আউট স্মৃতি, ভারত ১০৪/১

১৮:০৮: শেফালী ও স্মৃতির জুটিতে ১০০ রান, ভারত ১০৪

১৭:৪৬: ১২ ওভারে ভারত ৬৬/০

১৭:৩৪: ৮ ওভারে ভারতের স্কোর ৫৮/০

১৭:১৩: ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৩/০

১৭:০৯: ২ ওভারে ভারতের স্কোর ৭/০

১৭:০০: ব্যাট করতে নামল ভারত, ক্রিজে আছেন শেফালী ভার্মা ও স্মৃতি মন্ধানা

১৬:৩২: দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল

১৬:০৭: বৃষ্টি থেমেছে। সাড়ে চারটে সময় টস হবে ও পাঁচটায় খেলা শুরু হবে।

১৪:৫১: ভিজে আউটফিল্ডের কারণে দেরিতে শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। দুপুর ৩টেয় হবে টস, ম্যাচ শুরু হবে সাড়ে ৩টেয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen