অধ্যাপিকা অর্সিনিকে ভারতে প্রবেশে বাধায় মোদী সরকারের বিরুদ্ধে এক সুর স্বপন-থারুর

November 2, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:০৯: কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor) রবিবার স্পষ্ট ভাষায় কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন, প্রখ্যাত সাংবাদিক ও বিজেপি নেতা স্বপন দাশগুপ্তের সাম্প্রতিক প্রতিবেদনকে সমর্থন জানিয়ে। স্বপন দাশগুপ্ত তাঁর টাইমস অফ ইন্ডিয়ায় লেখায় খ্যাতনামা হিন্দি গবেষক অধ্যাপিকা ফ্রান্সেসকা অর্সিনিকে (Francesca Orsini) ভারতে প্রবেশ করতে না দেওয়ার ঘটনায় মোদী সরকারকে আক্রমণ করেছেন।

দাশগুপ্ত লিখেছেন, রাষ্ট্রের কাজ হল ভিসার নিয়ম মানা নিশ্চিত করা, কিন্তু কোনও আগত অধ্যাপকের যোগ্যতা বা একাডেমিক মান যাচাই করার অধিকার সরকারের নেই। এই বক্তব্যের সঙ্গে একমত হয়ে শশী থারুর বলেছেন, আন্তর্জাতিক গবেষক ও অধ্যাপকদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়ার ঘটনা ভারতের ভাবমূর্তিকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাঁর কথায়, “আমরা যেন নিজেদের সীমান্তে এক ধরনের ‘অতিথি বর্জন নীতি’ চালু করেছি। ক্ষুদ্র ভিসা সংক্রান্ত ভুলের অজুহাতে বিদেশি পণ্ডিতদের ফেরত পাঠানো আমাদের দেশের সংস্কৃতি, মর্যাদা এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ওপর আঘাত হানছে।”

থারুর আরও বলেন, “এই ধরনের সিদ্ধান্ত কোনও নেতিবাচক প্রবন্ধের চেয়ে অনেক বেশি ক্ষতি করছে ভারতের ভাবমূর্তির। বিদেশের একাডেমিক জার্নালে যত সমালোচনাই হোক না কেন, সরকারের এই সংকীর্ণ মনোভাব আমাদের দেশকে আরও ছোট করে দিচ্ছে।”

বুদ্ধিজীবী মহলের মতে, বিজেপি সরকারের এই আচরণ শুধুমাত্র জ্ঞানচর্চার পরিবেশকেই নয়, বরং ভারতের সহনশীল ও মুক্তচিন্তার ঐতিহ্যকেও অপমান করছে। একদিকে “বিশ্বগুরু ভারত”-এর প্রচার চলছে, আর অন্যদিকে আন্তর্জাতিক গবেষকদের দেশে ঢুকতে না দিয়ে বিজেপি কার্যত নিজের অযোগ্যতা এবং ভয় প্রকাশ করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen