Share Market: সোমবার কোন পাঁচ স্টকে নজর রাখলে হতে পারে লক্ষ্মীলাভ?

November 2, 2025 | < 1 min read
Published by: Raj

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,২২.৫০: সম্পূর্ণ উৎসব মরসুম কাটিয়ে আবারও পুরোনো ছন্দে চলতে শুরু করেছে শেয়ার বাজার। সোমবার, ৩রা অক্টোবর, কোন পাঁচ স্টকে নজর রাখলে পেতে পারেন লাভ?

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL): প্রতিরক্ষা খাতে অর্ডারের জোরে BEL ধারাবাহিকভাবে ভালো ফল দিচ্ছে। স্টকটি ৪১১ টাকার ওপর শক্তিশালী বেস ধরে রাখছে, বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC): তেলের দামের ওঠানামার মধ্যেও সংস্থার মার্জিন স্থিতিশীল রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ঝুঁকি নিয়ে স্বল্পমেয়াদি লাভের সুযোগ আছে।

শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড: এনবিএফসি খাতে ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে এবং সংস্থার আয়ও বেড়েছে। টেকনিক্যাল দিক থেকে স্টকটি উচ্চ রেঞ্জে স্থিতিশীল রয়েছে।

ক্যানারা ব্যাংক: ব্যাঙ্কিং সেক্টরে সাম্প্রতিক স্থিতিশীলতা এই স্টককে শক্তিশালী করছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য এটি নিরাপদ বিকল্প হতে পারে।

এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেড: সরকারি প্রকল্পে অংশগ্রহণের কারণে কোম্পানির অর্ডার বুক শক্তিশালী। স্বল্পমূল্যের স্টক হিসেবে আগামী সপ্তাহে বাড়তি গতি পেতে পারে।

বিশেষ সতর্কতা: শেয়ারে লগ্নি বাজারগত ঝুঁকি সম্পন্ন। নিজ ঝুঁকিতে বিনিয়োগ করুন। ব্রোকার বা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই টাকা লগ্নি করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen