মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা, গ্রেপ্তার যুবক

November 3, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০০.৩০: নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আচমকাই ঘুষি মেরে দেন। পেটে পাঁজরের নিচে আঘাত করেন, সেই ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল বিধায়ক। পরে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। তবে কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। শুধু তাই নয়, প্রশ্নের মুখে জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তাও। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

জানা যাচ্ছে, এদিন সন্ধ্যায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের সল্টলেকের বাড়িতে একটি বৈঠক করছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় অতর্কিতেই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত অভিষেক। যদিও কোনও রকমে রক্ষা পেয়ে যান বিধায়ক। সঙ্গে সঙ্গে সেখানে তাঁর নিরাপত্তায় থাকা নিরাপত্তা কর্মীরা অভিষেককে ধরে ফেলেন। জানা যায়, অভিযুক্ত ওই যুবকের বাড়ি হাবড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মানসিক ভারসাম্যহীন ওই যুবক। একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও খবর। তবে কীভাবে সে প্রাক্তন মন্ত্রীর বাড়ি পৌঁছল তা নিয়ে প্রশ্ন উঠছে।

গ্রেপ্তারের পর অভিযুক্ত সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক নিজে। সূত্রের খবর, ওই যুবককে তিনি কোনওদিন দেখেননি। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, দুপুর তিনটে থেকেই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। মাঝেমধ্যে সরে গেলেও পরে আবার ফিরে আসেন এবং জ্যোতিপ্রিয় পৌঁছনোর পরই হামলা চালান। হামলার কারণ এখনও অজানা। পুলিশ তদন্ত শুরু করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen