Weather Update: কবে থেকে বাংলায় শীত? জানাল আবহাওয়া দপ্তর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে নভেম্বরের শুরুতেই শীতপ্রেমীদের জন্য রয়েছে সুখবর। আগামী দুই থেকে তিন দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে রাজ্যে তাপমাত্রা। তবে পুরোপুরি শীতের জন্যে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষাই করতে হবে বলে জানা যাচ্ছে।
আজ ও আগামীকাল শুষ্ক আবহাওয়া থাকলেও বুধবার ও বৃহস্পতিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। বেশি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস কিছুটা বেড়ে যেতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশও পরিষ্কার থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি। যদিও পুরোপুরি শীত পড়তে ডিসেম্বর, ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে।