Women’s WC Final: ইতিহাস লিখলেন স্মৃতি, রিচা, শেফালিরা, দেখুন বিশ্বজয় উদ্যাপনের ছবি
November 3, 2025| < 1 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৫:০০: প্রথমবারের জন্য বিশ্বকাপ জয় করলে ভারতের মহিলা দল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বজয় করলেন হরমনপ্রীতরা। উচ্ছ্বসিত গোটা দেশ। দিকে দিকে চলছে আনন্দ উদ্যাপন।
০১/১২
ম্যাচ জেতার পর ট্রফি তুলে দেওয়া হয় দুই কিংবদন্তি ক্রিকেটার, প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ও প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর হাতে। অনুজ, সতীর্থদের সামনে আবেগে ভেসে যান তাঁরা।
০২/১২
ট্রফি হাতে নিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ঝুলন গোস্বামী।
০৩/১২
হরমনপ্রীতকে জড়িয়ে ধরেন তাঁর 'ঝুলুদি'।
০৪/১২
ট্রফি হাতে পেয়ে মিতালি বলেন, 'ধন্যবাদ, আমি খুব খুশি।'
০৫/১২
প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়াও সামিল হন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটা রিমা মলহোত্রা দলের সঙ্গে গেয়ে ওঠেন ‘সাড্ডা হক’ গানটি।
০৬/১২
মাঠে ছিলেন রোহিত। আবেগে তাঁর চোখও বুজে এসেছিল।
০৭/১২
ভারতের জয়ে বড় অবদান রয়েছে বাংলার রিচা ঘোষের। ঘরের মেয়ের সাফল্যে মেতেছে শিলিগুড়ি। মধ্যরাতে পথে নেমে রিচাদের জয় উদ্যাপন করল শহরবাসী।
০৮/১২
কলকাতা সহ গোটা রাজ্যের বিভিন্ন এলাকার মানুষ ভারতের পতাকা হাতে রাস্তায় বেরিয়ে পড়েন।
০৯/১২
এখনও ঘোর কাটছে না স্মৃতিদের। স্মৃতি, জেমাইমারা ট্রফির সঙ্গে ঘুমোচ্ছেন।
১০/১২
মেয়েদের জয় বিরাট কোহলি লিখলেন— “তোমরা পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। ভয়ডরহীন ক্রিকেট খেলে তোমরা গোটা দেশকে গর্বিত করেছ। তোমাদের এই শুভেচ্ছা প্রাপ্য। এই মুহূর্তটা তোমাদের। উপভোগ করো। হরমন ও তার দল দুর্দান্ত খেলেছো। জয় হিন্দ।”
১১/১২
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, “আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে ভারতের দুর্দান্ত জয় সত্যিই অসাধারণ। এই সাফল্য শুধু ক্রিকেট নয়, গোটা দেশের গর্ব। এই জয় আমাদের সকলের।”
১২/১২
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয় আমাদের গর্বিত করেছে। মেয়েরা যেভাবে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বাংলার তরফ থেকে উইমেন ইন ব্লু-কে জানাই আন্তরিক অভিনন্দন।”